Sunday, November 9, 2025

কলকাতায় লুকিয়ে থাকলেও প্রতারণার অভিযোগে বেঙ্গালুরু পুলিশের হাতে ধৃত ৪

Date:

ডিজিটাল গ্রেফতারির(Digital Arrest) ভয় দেখিয়ে বা ক্রেডিট কার্ড সংক্রান্ত জালিয়াতি ছাড়াও বিভিন্ন ধরণের সাইবার প্রতারণা করে বহু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে চারজন গা ঢাকা দিয়েছিল কলকাতায়। বেঙ্গালুরু সিটি পুলিশ(Bengaluru City Police) এবার কলকাতায়(Kolkata) হানা দিয়ে সেই চারজন সাইবার প্রতারককে গ্রেফতার করল। মঙ্গলবার আনন্দপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার করে তাদের ট্রানজিট রিমান্ডে বেঙ্গালুরু নিয়ে যেতে পারল না পুলিশ কারণ গ্রেফতারি প্রক্রিয়ায় ত্রুটি ছিল। এর ফলেই বেঙ্গালুরু পুলিশের আর্জি খারিজ করে দেয় আদালত।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে বেঙ্গালুরু(Bengaluru) এবং আমদাবাদের একাধিক থানায় সাইবার প্রতারণার অভিযোগ রয়েছে। ধৃতদের নাম রঞ্জিত আর এস, জোয়েল জিবরাজ কর্কড়া, আকারন আর নাথান এবং আশিস রবীন্দ্র নাথান। বেঙ্গালুরু পুলিশ এর আগেও এই ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, পুলিশ হেফাজত থেকে তারা পালিয়ে যায়। এরপর বেঙ্গালুরু থেকে কলকাতায় এসে একটি হোটেলে অভিযুক্তরা উঠেছিল। পরে কলকাতাতেই তারা পাকাপাকিভাবে থাকতে শুরু করে।

উল্লেখ্য, কিছুদিন আগেই তারা আনন্দপুর থানা এলাকায় ঘরভাড়া নিয়ে থাকতে শুরু করে। তাদের বিরুদ্ধে একাধিক সাইবার প্রতারণার অভিযোগ রয়েছে। অভিযুক্তরা মূলত বেঙ্গালুরু এবং আমদাবাদের বাসিন্দাদের টার্গেট করেই নিজেদের কার্যসিদ্ধি করত। গ্রেফতারের পর বুধবার দুজনকে আলিপুর আদালতে পেশ করা হয়। কিন্তু গ্রেফতারি পরোয়ানা এবং অ্যারেস্ট মেমোতে ত্রুটি থাকায় বেঙ্গালুরু পুলিশের আর্জি খারিজ করে দেন বিচারক। বিচারক অভিযুক্ত চারজনকে ২ হাজার টাকা করে ব্যক্তিগত বন্ডে জামিন দেন। আপাতত পুলিশ গ্রেফতারি প্রক্রিয়ায় ত্রুটি সংশোধনের কাজ করছে।

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version