Friday, August 22, 2025

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

Date:

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কথা মাথায় রেখে আপাতত আগামী ৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।মামলার শুনানিতে এদিন বিচারপতি সৌমেন সেন (Soumen Sen) বলেন, প্রতি জেলায় পুলিশকর্মীর সংখ্যা কম। মুর্শিদাবাদেও পুলিশের সংখ্যা অনেক কম আছে। তাই আপাতত কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার নয়। পাল্টা জবাব দেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও (Kalyan Banerjee)।

এদিন আদালত রাজ্যের দিকে আঙ্গুল তুলে পর্যাপ্ত পুলিশ কর্মী না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে বলে মন্তব্য করলে পাল্টা জবাব দেন সাংসদ- আইনজীবী কল্যাণ বলেন, গোটা দেশে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও কম। তা নাহলে কাশ্মীরের পহেলগামের ঘটনা (Pahelgam Terror Attack) ঘটত না। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দেওয়া ক্ষতিপূরণের কথাও জানান তিনি। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, সুপ্রিম আদালতে এই সংক্রান্ত যে মামলা হয়েছে সেখানে শীর্ষ আদালতের বিচারপতি জানিয়েছেন মুর্শিদাবাদে এমন কিছু ঘটেনি যার জন্য সিট (SIT)গঠন করতে হবে। সেই পর্যবেক্ষণও মনে রাখা দরকার বলে মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র। এদিন কেন্দ্রের তরফে হাইকোর্টে জেলায় অশান্তি নিয়ে যে রিপোর্ট পেশ করা হয়েছে সেখানে বলা হয়েছে, আদালত নির্দেশ দিলে তদন্তভার নিতে প্রস্তুত জাতীয় তদন্তকারী সংস্থা। যদিও সব রিপোর্ট দেখে রাজ্য প্রশাসনের কাজের প্রশংসা করেছেন বিচারপতি সেন। আগামী ৩১ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

 

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version