Friday, November 7, 2025

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

Date:

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কথা মাথায় রেখে আপাতত আগামী ৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।মামলার শুনানিতে এদিন বিচারপতি সৌমেন সেন (Soumen Sen) বলেন, প্রতি জেলায় পুলিশকর্মীর সংখ্যা কম। মুর্শিদাবাদেও পুলিশের সংখ্যা অনেক কম আছে। তাই আপাতত কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার নয়। পাল্টা জবাব দেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও (Kalyan Banerjee)।

এদিন আদালত রাজ্যের দিকে আঙ্গুল তুলে পর্যাপ্ত পুলিশ কর্মী না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে বলে মন্তব্য করলে পাল্টা জবাব দেন সাংসদ- আইনজীবী কল্যাণ বলেন, গোটা দেশে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও কম। তা নাহলে কাশ্মীরের পহেলগামের ঘটনা (Pahelgam Terror Attack) ঘটত না। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দেওয়া ক্ষতিপূরণের কথাও জানান তিনি। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, সুপ্রিম আদালতে এই সংক্রান্ত যে মামলা হয়েছে সেখানে শীর্ষ আদালতের বিচারপতি জানিয়েছেন মুর্শিদাবাদে এমন কিছু ঘটেনি যার জন্য সিট (SIT)গঠন করতে হবে। সেই পর্যবেক্ষণও মনে রাখা দরকার বলে মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র। এদিন কেন্দ্রের তরফে হাইকোর্টে জেলায় অশান্তি নিয়ে যে রিপোর্ট পেশ করা হয়েছে সেখানে বলা হয়েছে, আদালত নির্দেশ দিলে তদন্তভার নিতে প্রস্তুত জাতীয় তদন্তকারী সংস্থা। যদিও সব রিপোর্ট দেখে রাজ্য প্রশাসনের কাজের প্রশংসা করেছেন বিচারপতি সেন। আগামী ৩১ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

 

Related articles

মোদি সরকারের দু-গালে জোর থাপ্পড়! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

আদালতে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিহিংসামূলক রাজনীতি করে দীর্ঘদিন ধরে প্রাপ্য আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে...

পুত্র সন্তানের মা ক্যাটরিনা, নায়িকাকে বেবি কেয়ার টিপস বলিউড অভিনেত্রীদের!

শুক্রের সকালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ (Kattina Kaif)। আনন্দে আত্মহারা ভিকি কৌশল(Vicky Kaushal)। সেলেব দম্পতি...

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...
Exit mobile version