অবশেষে স্বস্তি। জশ হেজেলউড(Josh Hazlewood) যোগ দিচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে(RCB)। যদিও কবে তিনি যোগ দেবেন তা নিয়ে এখনও পরিস্কারভাবে কিছু জানানো হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) তরফে। তবে জশ হেজেলউড(Josh Hazlewood) যে আসছেন তা কার্যত পাকা। এই মুহূর্তে আইপিএলে দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের হয়ে ডেথ ওভারে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন এই অজি তারকা। আইপিএল(IPL) পূণরায় শুরু হওয়ার পর তাঁকে না পাওয়া গেলে যে আরসিবির কাছে সেটা বড় ধাক্কা হতে চলেছিল তা বলার অপেক্ষা রাখে না।

আরসিবির হয়েছে শেষ ম্যাচে খেলতে পারেননি হেজেলউড(Josh Hazlewood)। কাঁধে চোট থাকার জন্য ছিটকে গিয়েছিলেন তিনি। এরপরই ভারত-পাক সমস্যার জন্য আইপিএল(IPL) স্থগিত। অন্যান্য বিদেশিদের মতো জশ হেজেলউডও দেশে ফিরে যান। এরপর থেকেই শুরু হয়েছিল গুঞ্জনটা। আগামী ১৭ মে থেকে ফের শরু হবে আইপিএল। সেখানেই হেজেলউড আসবেন কিনা দেখা দিয়েছিল ঘোর সংশয়।

কারণ অনেক অজি ক্রিকেটাররাই দেশ থেকে ফিরতে চাইছিলেন না। প্রথমে শোনা গিয়েছিল জশ হেজেলউডও নাকি ফিরতে চাইছিলেন না। এরপর থেকেই তাঁকে আনার জন্য চেষ্টা শুরু হয়েছিল আরসিবির তরফে। শেষপর্যন্ত আরসিবির চেষ্টাই সফল হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিচ্ছেন এই অজি তারকা পেসার।

এবারের আইপিএলের(IPL) সাফল্যের পিছনে অন্যতম নেপথ্য কারিগড় জশ হেজেলউড। বিশেষ করে ডেথ ওভারে তাঁর বিধ্বংসী পারফরম্যান্স আরসিবিকে(RCB) বারবার কঠিন পরিস্থিতি থেকে ফিরিয়েছে। এখনও পর্যন্ত ১০ ম্যাচে ১৮টি উইকেটও তুলে নিয়েছেন জশ হেজেলউড। আরসিবি শিবিরে যোগ দিচ্ছেন তিনি। তবে কেকেআরের বিরুদ্ধে তাঁকে পাওয়া যাবে কিনা সেটাই দেখার।

–
–

–

–

–

–


–

–

–

–

–