Thursday, May 15, 2025

ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ দেওয়া হবে কি,সুপ্রিম সিদ্ধান্ত আগামী মঙ্গলবার (২০মে)। কেন্দ্রীয় সরকার সংসদের দুই কক্ষে WAQF সংশোধনী আইন পাশ করাবার পর রাষ্ট্রপতির স্বাক্ষরে তা আপাতত আইনে পরিণত হয়েছে। কিন্তু তা কার্যকরী হওয়ার আগেই এই আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে (Supreme Court)একাধিক মামলা দায়ের হয়। সেই শুনানিতে প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছিল, মীমাংসা না হওয়া পর্যন্ত ওয়াকফ বোর্ড এবং কাউন্সিলে অমুসলিম কাউকে নিয়োগ করা হবে না এবং কোনও ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা হবে না। এরপর নতুন বিচারপতির বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানিতে স্থগিতাদেশ জারি হবে কী না তার দিকে নজর রয়েছে সব মহলের। বৃহস্পতিবার জানা গেল, নয়া আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে আগামী মঙ্গলবার মামলা শুনবে প্রধান বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি এ জি মাসিহের বেঞ্চ।

গত শুনানিতে প্রাক্তন CJI সংশোধনী আইনের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেক্ষেত্রে যে বিষয়গুলো মূলত আলোচনায় উঠে আসে তা হল সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন ওয়াকফ বলে কোনও সম্পত্তিকে ঘোষণা করা হলে সেটা আপাতত কার্যকরী হবে না। ওয়াকফ সম্পত্তি নিয়ে জেলাশাসক প্রয়োজনীয় প্রক্রিয়া চালাতে পারবেন। ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিলের সদস্যদের মুসলিম হতেই হবে। আগামী মঙ্গলে সুপ্রিম কোর্ট এই নিয়ে পরবর্তী পর্যবেক্ষণ জানাবে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

ফিরলেন জওয়ান পূর্ণম! স্বামীর সঙ্গে পাঠানকোটে দেখা করতে যাচ্ছেন স্ত্রী রজনী

২২ দিনের উদ্বেগ, অপেক্ষা এবং স্নায়ুচাপের অবসান ঘটিয়ে অবশেষে সুখবর পৌঁছল হুগলির সাউ পরিবারে। পাকিস্তানে আটকে পড়া বিএসএফ...

দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!

কাতারের (Qatar) দোহায় ফের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trum) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি...

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই...

টেস্ট অবসরের পর প্রথম মাঠে নামলেন বিরাট কোহলি

টেস্ট থেকে অবসর নেওয়ার পর প্রথমবার মাঠে নামলেন বিরাট কোহলি(Virat Kohli)। আগামী ১৭ মে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)...
Exit mobile version