Thursday, August 21, 2025

ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ দেওয়া হবে কি,সুপ্রিম সিদ্ধান্ত আগামী মঙ্গলবার (২০মে)। কেন্দ্রীয় সরকার সংসদের দুই কক্ষে WAQF সংশোধনী আইন পাশ করাবার পর রাষ্ট্রপতির স্বাক্ষরে তা আপাতত আইনে পরিণত হয়েছে। কিন্তু তা কার্যকরী হওয়ার আগেই এই আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে (Supreme Court)একাধিক মামলা দায়ের হয়। সেই শুনানিতে প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছিল, মীমাংসা না হওয়া পর্যন্ত ওয়াকফ বোর্ড এবং কাউন্সিলে অমুসলিম কাউকে নিয়োগ করা হবে না এবং কোনও ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা হবে না। এরপর নতুন বিচারপতির বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানিতে স্থগিতাদেশ জারি হবে কী না তার দিকে নজর রয়েছে সব মহলের। বৃহস্পতিবার জানা গেল, নয়া আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে আগামী মঙ্গলবার মামলা শুনবে প্রধান বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি এ জি মাসিহের বেঞ্চ।

গত শুনানিতে প্রাক্তন CJI সংশোধনী আইনের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেক্ষেত্রে যে বিষয়গুলো মূলত আলোচনায় উঠে আসে তা হল সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন ওয়াকফ বলে কোনও সম্পত্তিকে ঘোষণা করা হলে সেটা আপাতত কার্যকরী হবে না। ওয়াকফ সম্পত্তি নিয়ে জেলাশাসক প্রয়োজনীয় প্রক্রিয়া চালাতে পারবেন। ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিলের সদস্যদের মুসলিম হতেই হবে। আগামী মঙ্গলে সুপ্রিম কোর্ট এই নিয়ে পরবর্তী পর্যবেক্ষণ জানাবে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version