১৩ হাজার কোটি টাকার জালিয়াতির অভিযোগে ধৃত রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের (Bank) প্রাক্তন ম্যানেজার। শুক্রবার রাতে দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করে ইডি (ED)। অভিযোগ, কলকাতায় একটি ব্যাঙ্কে কর্মরত থাকাকালীন এই বিপুল টাকা জালিয়াতি করেন সুবোধকুমার গোয়েল (Subodh Kumar Goyel) নামের ওই ব্যক্তি।

ইডি সূত্রের খবর, কলকাতায় একটি রাষ্ট্রয়ত্ত্ব ব্যাঙ্কে ২০১০ থেকে ২০১২ পর্যন্ত সিএমডি পদে ছিলেন সুবোধকুমার। সেই সময়ই খাতায়-কলমে একাধিক কোম্পানি খুলে বহুবার ঋণ নেন তিনি। এইভাবে কমপক্ষে ১৩ হাজার কোটি টাকা জালিয়াতি করেন বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করে ইডি। সেই মামলায় ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজার গ্রেফতার করা হয়েছে।

গত কয়েক মাসে লাগাতার ইডি (ED) হানা দিচ্ছে দেশের নানা প্রান্তে। বাংলারও বিভিন্নয় জায়গায় তল্লাশি চলেছে। সম্প্রতি নিউ টাউন-সহ একাধিক জায়গায় মেডিক্যাল দুর্নীতির তদন্তে তল্লাশি অভিযান চালায় ইডি। মূল অভিযোগ, এনআরআই কোটায় মেডিক্যাল কলেজে ভর্তিতে দুর্নীতি হয়েছে। সেই মামলাতেই ইডির এই অভিযান। এখন সুবোধকে জেরা করে আর কী তথ্য উঠে আসে সেটাই দেখার।

–

–

–
–

–

–

–

–

–

–

–
