Tuesday, August 26, 2025

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক (garments) থেকে ফল, প্যাকেটজাতক চিপস – বিপুল পরিমাণ দ্রব্য স্থলপথে বাংলাদেশ থেকে আমদানিতে (import) জারি হল নিষেধাজ্ঞা। এমনকি ভারতের পথে নেপাল, ভুটানে রফতানিতেও (export) নিষেধাজ্ঞা টানলো কেন্দ্র সরকার।

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের বৈদেশিক বাণিজ্য বিভাগের ডিরেক্টর জেনারেলের তরফে শনিবার নির্দেশিকা জারি হয়। সেখানে জানানো হয়, বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে বিভিন্ন সামগ্রীর আমদানি শুধুমাত্র কলকাতা সমুদ্র বন্দর (Kolkata Seaport) ও মহারাষ্ট্রের নব সেবা বন্দরের মাধ্যমেই হবে। অর্থাৎ অনেকাংশে বন্ধ হতে চলেছে বাংলা, অসম, ত্রিপুরা প্রভৃতি সীমান্তবর্তী রাজ্যগুলির সঙ্গে বাংলাদেশের স্থল বাণিজ্য।

বাণিজ্য পথের পাশাপাশি বিপুল পরিমাণ বাংলাদেশে উৎপাদিত সামগ্রীর ভারতে আমদানিতেও জারি হল একাধিক নির্দেশিকা। নির্দেশিকা অনুসারে, জলপথে বাণিজ্যে আমদানি করা যাবে না বাংলাদেশে তৈরি পোশাক (garments), ফল বা ফলের রসের দ্রব্য ইত্যাদি, প্যাকেটজাত চিপস থেকে স্ন্যাক্স, সুতি ও সুতির সামগ্রী, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী এবং কাঠের তৈরি আসবাব।

এক্ষেত্রে স্থল বাণিজ্যে ছাড় দেওয়া হয়েছে মাছ, এলপিজি (LPG), ভোজ্য তেল এবং পাথরের টুকরোকে। স্থল বাণিজ্যে (land port) নিষিদ্ধ হওয়া সব দ্রব্য এখন থেকে জলপথে আমদানি (import) করতে হবে বাংলাদেশ থেকে। এবং ভারতের উপর দিয়ে নেপাল ভুটানে রফতানি করা যাবে না বাংলাদেশের সামগ্রী, নির্দেশিকা বৈদেশিক বাণিজ্যের ডিরেক্টর জেনারেল অজয় ভাদুর।

Related articles

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...
Exit mobile version