Sunday, May 18, 2025

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রকের (Ministry of Parliamentary Affairs) তরফে সাতটি দলের নেতৃত্বে থাকা সাংসদদের নাম প্রকাশ করা হয়েছিল। এবার প্রকাশ করা হল সাতটি দলে কোন কোন সাংসদ থাকবেন এবং তাঁরা কোন কোন দেশে যাবেন। সেই অনুযায়ী তৃণমূল থেকে একটি প্রতিনিধি দলে থাকছেন বহরমপুর সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan)।

কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু শনিবার সাংসদ ও বিদেশ মন্ত্রকের আধিকারিকদের প্রতিনিধি দলের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেন। সেই অনুযায়ী সাতটি প্রতিনিধি দলে থাকছেন মোট ৪৪ জন সাংসদ। বিজেপি ও এনডিএ (NDA) জোটের সাংসদদের পাশাপাশি সেখানে রয়েছেন ইন্ডিয়া (I.N.D.I.A. alliance) জোটের সাংসদরাও। মোট ৩২ টি দেশে যাবেন ভারতের প্রতিনিধি দলের সদস্যরা।

এরই মধ্যে একটি প্রতিনিধিদল যাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, গণতান্ত্রিক কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুরে। সেই প্রতিনিধি দলের একজন সদস্য তৃণমূলের বহরমপুর সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan)। এই প্রতিনিধি দলটির নেতৃত্বে থাকছেন এনডিএ জোট শরিক জেডি(ইউ) সাংসদ সঞ্জয় কুমার ঝা।

এছাড়াও গুরুত্বপূর্ণ দেশগুলির মধ্যে আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। ইংল্যান্ড ও ইউরোপিয়ান ইউনিয়নে রওনা দেওয়া প্রতিনিধি দলের নেতৃত্বে বিজেপি সাংসদ রবি শংকর প্রসাদ। রাশিয়ায় যে প্রতিনিধিদল যাচ্ছে তার নেতৃত্বে ডিএমকে (DMK) সাংসদ কানিমোঝি করুণানিধি। মধ্যপ্রাচ্যের প্রতিনিধি দলের অন্যতম সদস্য এআইএমআইএম (AIMIM) সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি।

Related articles

আন্দোলনের নামে গালিগালাজ! প্রকাশ্যে বিকাশ ভবনে আটকে থাকা ২ মহিলা কর্মীর বিস্ফোরক পোস্ট

আন্দোলনের নামে বৃহস্পতিবার বিকাশ ভবনকে ঘিরে যে হিংস্রতা, বর্বরতা, অসভ্যতা এবং ভাঙচুর-হামলার ঘটনা ঘটেছে তা দেখেছেন বাংলার মানুষ৷...

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে লাগাম! পোশাক থেকে চিপস – জারি নির্দেশিকা

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক...

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল এডুকেশন ইন্টারফেস ২০২৫

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ তৈরিতে পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ও ক্যারিয়ার মেলা শুরু হল কলকাতায়। ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ারের উদ্যোগে...

ভোটার তালিকায় অনিয়ম রুখতে প্রশিক্ষণ শিবির, অনলাইন কার্যকলাপে কড়া নজর কমিশনের

ভোটার তালিকায় বেআইনি হস্তক্ষেপের অভিযোগে এক সরকারি আধিকারিককে সাসপেন্ড করার পর এবার কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। শনিবার...
Exit mobile version