Monday, November 3, 2025

বিদেশে পাক-বিরোধী প্রচারে কোন বিপক্ষ সাংসদরা, তালিকা প্রকাশ কেন্দ্রের

Date:

পাকিস্তান বিরোধী প্রচারে একাধিক দেশে যাবেন ভারতের সাংসদরা। এক একটি দেশে সাংসদদের যে প্রতিনিধিরা যাবেন তাঁদের নেতৃত্বে থাকবেন বিজেপি থেকে কংগ্রেস সাংসদরাও। সাতটি দলে যে সাংসদরা যাবেন, সেখানে সাতজন নেতৃত্বের স্থানে যে সাংসদরা থাকবেন তাঁদের তালিকা প্রকাশ করা হল সংসদীয় মন্ত্রকের (Parliamentary Affairs Ministry) পক্ষ থেকে।

ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানোয় পাকিস্তানের ভূমিকা গোটা বিশ্বে অপ্রকাশিত। অথচ পহেলগাম হামলার (Phalagam attack) পরেও ভারতের পক্ষ নিতে কোনও দেশকে দেখা যায়নি। তাই এবার ভারতের পক্ষ থেকেই সহকারী দেশগুলিতে প্রচারে যাওয়ার পরিকল্পনা সর্বদল বৈঠকে গৃহীত। সংসদীয় দফতরের পক্ষ থেকে সংসদ বিষয়ক মন্ত্রী (Parliamentary Affairs Ministry) কিরেন রিজিজু সাতটি সাংসদদের দলের নেতৃত্ব দেওয়ার জন্য সাত সাংসদের নাম প্রকাশ করলেন।

সাতজন নেতৃত্ব স্থানীয় সাংসদের মধ্যে বিজেপি সাংসদ দুজন – রবিশঙ্কর প্রসাদ, বৈজয়ন্ত পণ্ডা। আশ্চর্যজনকভাবে সাতটি দলের নেতৃত্বে এনডিএ জোটের শিবসেনা সাংসদ (শিণ্ডে শিবিরের) শ্রীকান্ত শিণ্ডে ও জেডি(ইউ)-এর সঞ্জয় ঝা। বাকি নেতৃত্বের স্থানে জায়গা দেওয়া হয়েছে ইন্ডিয়া জোটের সাংসদদের। নেতৃত্বে থাকবেন কংগ্রেস সাংসদ শশী থারুর, এনসিপি-র সুপ্রিয়া শুলে, ডিএমকে-র কানিমোঝি।

যদিও বিরোধী সাংসদদের এই গুরুত্ব দেওয়াকে এক শ্রেণির রাজনীতিকরা বিরোধী শিবিরে ভাঙন ধরানোর চেষ্টা হিসাবেও দেখছেন। সংসদীয় দফতরের পক্ষ থেকে তালিকা প্রকাশের পর শশী থারুর থেকে সুপ্রিয়া শুলে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রের সরকারকে। এতে বিজেপির প্রশাসনিক দক্ষতার প্রতি বিরোধীদের আস্থা বাড়ানোর ও তা প্রচার করে দেশে নিজেদের ভোটব্যাঙ্ক ভরানোর বিজেপির কৌশল বলেও আশঙ্কা রাজনীতিকদের।

সংসদ বিষয়ক মন্ত্রকের তরফে বিস্তারিত প্রকাশ না করা হলেও সাংসদদের দাবি, সাংসদদের এক একটি দলে পাঁচ জন সাংসদ প্রতিনিধি থাকবেন। এক একটি প্রতিনিধিদল পাঁচ থেকে আটটি দেশে সফর করবেন। তাঁদের বক্তব্যের বিষয়বস্তু সম্পর্কে ধারণা দিতে সাংসদদের দলের সঙ্গে থাকবেন বিদেশ মন্ত্রকের আধিকারিকরাও। তবে কোন দল কোন দেশে যাবে, তা এখনও মন্ত্রকের তরফে প্রকাশ করা হয়নি।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version