Thursday, August 21, 2025

দেশের ভিতরেই সক্রিয় ছিল পাকিস্তানি জঙ্গিদের স্লিপার সেল (sleeper cell)। পহেলগাম হামলায় (Pahalgam attack) ২৬ জনের মৃত্যুর পরে সেই তথ্য প্রকাশ্যে এসে মোদি সরকারের আমলে দেশের নিরাপত্তা ও নজরদারির গাফিলতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারপরই গোটা দেশে সব ধরনের স্লিপার সেলের বিরুদ্ধে পদক্ষেপে তৎপর হয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। কেন্দ্রীয় এজেন্সি এনআইএ (NIA) সেই অভিযানে মুম্বই (Mumbai) থেকে এবার গ্রেফতার করল দুই স্লিপার সেল সদস্যকে।

শনিবার ২ স্লিপার সেল (sleeper cell) সদস্যকে মুম্বাই বিমান বন্দরের ব্যুরো অফ ইমিগ্রেশন গ্রেফতার করেছে। তাঁরা আইএসআইএস-এর (ISIS) স্লিপার সেলের সদস্য বলে দাবি এনআইএ-র। এদের নাম – আবদুল্লা ফাইয়াজ শেখ ওরফে ডাইপারওয়ালা এবং তালহা খান। সূত্রের খবর, ওই দুজনই বেশ কয়েক মাস ধরে ইন্দোনেশিয়ার জাকার্তায় লুকিয়ে ছিল। শুক্রবার রাতেই ভারতে ফিরেছিল তারা। গোপনে খবর পেয়ে বিমানবন্দরের টার্মিনাল ২-এ আগে থেকেই ওঁত পেতে ছিলেন গোয়েন্দারা এবং সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়।

এনআইএ সূত্রে দাবি করা হয়েছে, ২০২৩ সালে পুনেতে এই দুজন আইইডি (IED) বিস্ফোরক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কাজে যুক্ত ছিল। এই কাজের জন্যই মূলত আইএসআইএস (ISIS) তাদের পাঠিয়েছিল এবং তার পর থেকেই ওই ২ জন ভারতে স্লিপার সেল হিসাবে কাজ করা শুরু করে। গোটা দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ছক ছিল তাদের। কিন্তু বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পরই ধৃতরা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল।

শুক্রবার রাতে দুবছর পরে ভারতে ফিরেছিল তারা। তাদের নামে আগেই জামিন অযোগ্য ধারায় মামলা ছিল। তাদের নামে ৩ লক্ষ টাকা পুরস্কারেরও ঘোষণা করা হয়েছিল। পুনেতে বসে আইএস-এর জন্য ঠিক কী ধরনের কাজ করত এই দুই স্লিপার সেল, জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version