Saturday, May 17, 2025

দেশের ভিতরেই সক্রিয় ছিল পাকিস্তানি জঙ্গিদের স্লিপার সেল (sleeper cell)। পহেলগাম হামলায় (Pahalgam attack) ২৬ জনের মৃত্যুর পরে সেই তথ্য প্রকাশ্যে এসে মোদি সরকারের আমলে দেশের নিরাপত্তা ও নজরদারির গাফিলতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারপরই গোটা দেশে সব ধরনের স্লিপার সেলের বিরুদ্ধে পদক্ষেপে তৎপর হয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। কেন্দ্রীয় এজেন্সি এনআইএ (NIA) সেই অভিযানে মুম্বই (Mumbai) থেকে এবার গ্রেফতার করল দুই স্লিপার সেল সদস্যকে।

শনিবার ২ স্লিপার সেল (sleeper cell) সদস্যকে মুম্বাই বিমান বন্দরের ব্যুরো অফ ইমিগ্রেশন গ্রেফতার করেছে। তাঁরা আইএসআইএস-এর (ISIS) স্লিপার সেলের সদস্য বলে দাবি এনআইএ-র। এদের নাম – আবদুল্লা ফাইয়াজ শেখ ওরফে ডাইপারওয়ালা এবং তালহা খান। সূত্রের খবর, ওই দুজনই বেশ কয়েক মাস ধরে ইন্দোনেশিয়ার জাকার্তায় লুকিয়ে ছিল। শুক্রবার রাতেই ভারতে ফিরেছিল তারা। গোপনে খবর পেয়ে বিমানবন্দরের টার্মিনাল ২-এ আগে থেকেই ওঁত পেতে ছিলেন গোয়েন্দারা এবং সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়।

এনআইএ সূত্রে দাবি করা হয়েছে, ২০২৩ সালে পুনেতে এই দুজন আইইডি (IED) বিস্ফোরক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কাজে যুক্ত ছিল। এই কাজের জন্যই মূলত আইএসআইএস (ISIS) তাদের পাঠিয়েছিল এবং তার পর থেকেই ওই ২ জন ভারতে স্লিপার সেল হিসাবে কাজ করা শুরু করে। গোটা দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ছক ছিল তাদের। কিন্তু বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পরই ধৃতরা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল।

শুক্রবার রাতে দুবছর পরে ভারতে ফিরেছিল তারা। তাদের নামে আগেই জামিন অযোগ্য ধারায় মামলা ছিল। তাদের নামে ৩ লক্ষ টাকা পুরস্কারেরও ঘোষণা করা হয়েছিল। পুনেতে বসে আইএস-এর জন্য ঠিক কী ধরনের কাজ করত এই দুই স্লিপার সেল, জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related articles

সরকারি জমির রেকর্ড এবার অনলাইনে, ‘বাংলার ভূমি’ পোর্টালে মিলবে সব তথ্য

সরকারি খাস জমির বেআইনি হস্তান্তর ও দখল রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার থেকে ‘বাংলার ভূমি’ পোর্টালের...

কালিয়াচকের হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত, ফাঁসির সাজা ঘোষণা আদালতের

প্রায় চার বছর আগে মালদহের কালিয়াচকে ঘটে যাওয়া চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় অবশেষে দোষী সাব্যস্ত হলেন পরিবারেরই ছোটো...

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের...

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...
Exit mobile version