Saturday, July 5, 2025

ভোটার লিস্টে কারচুপির অভিযোগ! সাসপেন্ড কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার, রিপোর্ট তলব কমিশনের

Date:

অনৈতিক উপায়ে ভোটার লিস্টের তথ্য বিকৃতির অভিযোগে নির্বাচন কমিশনে কাজ করা এক সরকারি কর্মীকে সাসপেন্ড করা হলো। অভিযুক্তের নাম অরুণ গড়াই (Arun Gorai)। কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের জয়েন্ট বিডিও-র অ্যাকাউন্টে নিজের মোবাইল নম্বর ব্যবহার করেন তিনি। নিয়ম বহির্ভূতভাবে ভোটার লিস্টে নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে একাধিক কারচুপি করেছেন বলেও অভিযোগ উঠেছে। কমিশন (west bengal election commission) জানিয়েছে, জেলাশাসকের পাঠানো রিপোর্টের ভিত্তিতে ওই ব্যক্তিকে সাসপেন্ড করা হচ্ছে। এই ঘটনার জেরে এবার ভোটার তালিকার আপডেট হওয়া তথ্য নিয়ে রিপোর্ট তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন (ECI)। আজ রাজ্যের সিস্টেম ম্যানেজারদের নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

নির্বাচনী কাজে বেনিয়ম করার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের অভিযুক্ত সরকারি কর্মী অরুণের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। জানা গিয়েছে, এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ওই আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের কাছে ভোটার তালিকা সংক্রান্ত রিপোর্ট চেয়ে বলা হয়েছে অনলাইনে তালিকায় ক’জনের নাম বাদ গেছে বা নতুন তালিকায় কারা যুক্ত হয়েছেন দ্রুত সেই তথ্য কমিশনকে জানাতে হবে। এরপরই সব সহকারী সিস্টেম ম্যানেজার, ডেটা আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

 

Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...
Exit mobile version