Saturday, November 8, 2025

ভোটার লিস্টে কারচুপির অভিযোগ! সাসপেন্ড কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার, রিপোর্ট তলব কমিশনের

Date:

অনৈতিক উপায়ে ভোটার লিস্টের তথ্য বিকৃতির অভিযোগে নির্বাচন কমিশনে কাজ করা এক সরকারি কর্মীকে সাসপেন্ড করা হলো। অভিযুক্তের নাম অরুণ গড়াই (Arun Gorai)। কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের জয়েন্ট বিডিও-র অ্যাকাউন্টে নিজের মোবাইল নম্বর ব্যবহার করেন তিনি। নিয়ম বহির্ভূতভাবে ভোটার লিস্টে নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে একাধিক কারচুপি করেছেন বলেও অভিযোগ উঠেছে। কমিশন (west bengal election commission) জানিয়েছে, জেলাশাসকের পাঠানো রিপোর্টের ভিত্তিতে ওই ব্যক্তিকে সাসপেন্ড করা হচ্ছে। এই ঘটনার জেরে এবার ভোটার তালিকার আপডেট হওয়া তথ্য নিয়ে রিপোর্ট তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন (ECI)। আজ রাজ্যের সিস্টেম ম্যানেজারদের নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

নির্বাচনী কাজে বেনিয়ম করার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের অভিযুক্ত সরকারি কর্মী অরুণের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। জানা গিয়েছে, এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ওই আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের কাছে ভোটার তালিকা সংক্রান্ত রিপোর্ট চেয়ে বলা হয়েছে অনলাইনে তালিকায় ক’জনের নাম বাদ গেছে বা নতুন তালিকায় কারা যুক্ত হয়েছেন দ্রুত সেই তথ্য কমিশনকে জানাতে হবে। এরপরই সব সহকারী সিস্টেম ম্যানেজার, ডেটা আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version