Friday, August 22, 2025

শিক্ষকদের আন্দোলনে পড়ুয়াদের শামিল! পুলিশের কাছে জবাব তলব শিশু সুরক্ষা কমিশনের

Date:

বিকাশ ভবনের সামনে শিক্ষকদের আন্দোলনে শিশুদের শামিল করা হল কেন? এই মর্মে এবার বিধাননগর পুলিশের কাছে জবাব তলব করল রাজ্যের শিশু সুরক্ষা কমিশন।

অভিযোগ, গত শনিবার অর্থাৎ ১৭ মে বিকাশ ভবনের সামনে শিক্ষকদের বিক্ষোভে প্ল্যাকার্ড হাতে দেখা গেছে একাধিক স্কুল পড়ুয়াকে, যা জুভেনাইল জাস্টিস আইন লঙ্ঘন করে। কমিশনের বক্তব্য, এভাবে শিশুদের আন্দোলনে নিয়ে আসা তাদের অধিকার লঙ্ঘন এবং নিরাপত্তার প্রশ্ন তোলে।

কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস জানান, “যে কোনও জমায়েতে শিশুদের উপস্থিতি থাকলে, সেখানে বিশৃঙ্খলা তৈরি হলে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। কেন শিশুদের নিয়ে আসা হয়েছিল, সেই বিষয়ে পুলিশকে জবাব দিতে বলা হয়েছে।”

গত ৭ তারিখ থেকে বিকাশ ভবনের (Bikash Bhaban) সামনে অবস্থান করছেন ২০১৬-র SSC-র শিক্ষকশিক্ষিকারা। ১৫ মে বিকাশ ভবনের গেট ভেঙে ঢুকে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। রাত পর্যন্ত বিকাশ ভবনের কর্মীদের আটকে রাখায় পুলিশ ন্যূনতম বলপ্রয়োগ করতে বাধ্য হয়। তার পর থেকেও ফের অবস্থান চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা।

এই ঘটনার জেরে রবিবার আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের উপর হামলাসহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের ২১ মে বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। অন্যদিকে, শিশুদের এই আন্দোলনে শামিল হওয়া নিয়ে শিশু সুরক্ষা কমিশনের জবাব তলব নতুন করে শিক্ষকদের আন্দোলনকে জটিলতার মুখে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। আন্দোলনের মধ্যেই এই প্রশ্ন উঠেছে—কেন বড়দের এই প্রতিবাদে ছোটদের ব্যবহার করা হল? এখন দেখার, এই প্রশ্নের জবাবে পুলিশের বক্তব্য কী হয়।

আরও পড়ুন – রাজ্য সড়কে রামলাল! একঘণ্টা থমকে রইল যান চলাচল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version