Monday, May 19, 2025

শিক্ষকদের আন্দোলনে পড়ুয়াদের শামিল! পুলিশের কাছে জবাব তলব শিশু সুরক্ষা কমিশনের

Date:

বিকাশ ভবনের সামনে শিক্ষকদের আন্দোলনে শিশুদের শামিল করা হল কেন? এই মর্মে এবার বিধাননগর পুলিশের কাছে জবাব তলব করল রাজ্যের শিশু সুরক্ষা কমিশন।

অভিযোগ, গত শনিবার অর্থাৎ ১৭ মে বিকাশ ভবনের সামনে শিক্ষকদের বিক্ষোভে প্ল্যাকার্ড হাতে দেখা গেছে একাধিক স্কুল পড়ুয়াকে, যা জুভেনাইল জাস্টিস আইন লঙ্ঘন করে। কমিশনের বক্তব্য, এভাবে শিশুদের আন্দোলনে নিয়ে আসা তাদের অধিকার লঙ্ঘন এবং নিরাপত্তার প্রশ্ন তোলে।

কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস জানান, “যে কোনও জমায়েতে শিশুদের উপস্থিতি থাকলে, সেখানে বিশৃঙ্খলা তৈরি হলে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। কেন শিশুদের নিয়ে আসা হয়েছিল, সেই বিষয়ে পুলিশকে জবাব দিতে বলা হয়েছে।”

গত ৭ তারিখ থেকে বিকাশ ভবনের (Bikash Bhaban) সামনে অবস্থান করছেন ২০১৬-র SSC-র শিক্ষকশিক্ষিকারা। ১৫ মে বিকাশ ভবনের গেট ভেঙে ঢুকে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। রাত পর্যন্ত বিকাশ ভবনের কর্মীদের আটকে রাখায় পুলিশ ন্যূনতম বলপ্রয়োগ করতে বাধ্য হয়। তার পর থেকেও ফের অবস্থান চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা।

এই ঘটনার জেরে রবিবার আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের উপর হামলাসহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের ২১ মে বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। অন্যদিকে, শিশুদের এই আন্দোলনে শামিল হওয়া নিয়ে শিশু সুরক্ষা কমিশনের জবাব তলব নতুন করে শিক্ষকদের আন্দোলনকে জটিলতার মুখে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। আন্দোলনের মধ্যেই এই প্রশ্ন উঠেছে—কেন বড়দের এই প্রতিবাদে ছোটদের ব্যবহার করা হল? এখন দেখার, এই প্রশ্নের জবাবে পুলিশের বক্তব্য কী হয়।

আরও পড়ুন – রাজ্য সড়কে রামলাল! একঘণ্টা থমকে রইল যান চলাচল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...
Exit mobile version