Thursday, January 15, 2026

মৌসুমী বায়ু- ঘূর্ণাবর্তের জোড়া ইনিংস, সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির দুর্যোগ জেলায় জেলায় 

Date:

Share post:

কালবৈশাখীর ঝোড়ো হাওয়া আর কয়েক পশলা বৃষ্টিতে শনিবার রাত থেকে তাপমাত্রার পারদ সামান্য কমেছে। রবিবাসরীয় সকালে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি আছে, তবে রোদের দাপট প্রায় নেই বললেই চলে। এর মাঝেই আগামী সপ্তাহ জুড়ে আবহাওয়ার বড় বদল নিয়ে আপডেট দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। একদিকে মৌসুমী বায়ু, অন্যদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সক্রিয় ঘূর্ণাবর্ত ৷ জোড়া ফলায় সোমবার থেকেই বৃষ্টি বাড়বে জেলায় জেলায়।

রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত (Somnath Dutta) জানিয়েছেন, “দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও খানিকটা এগিয়ে এসেছে । নির্ধারিত সময়ের আগে ,১৩ মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকেছিল মৌসুমী বায়ু । ইতিমধ্যে সেটি নতুন করে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঢুকে পড়েছে। আন্দামান দ্বীপপুঞ্জের বাকি অংশেও ছড়িয়ে পড়েছে। আগামী কয়েকদিনে মধ্য বঙ্গোপসাগরের বাকি অংশ এবং উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়বে মৌসুমি বায়ু।” দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি পূর্বাভাস রয়েছে ৷ তবে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলবে না এখনই। ঝড়বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলাতে। ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দুপুরের পর থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রবিবাসরীয় মহানগরীতে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

spot_img

Related articles

উদ্ভাবন ও সমন্বয়ের মধ্য দিয়ে ভারতের উত্থান নিশ্চিত করছে স্টার্টআপ সংস্থাগুলি

পীযূষ গোয়েল, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগ দেশজুড়ে এক সমন্বিত ও উদ্ভাবনী পরিবেশ গড়ে তুলেছে, যেখানে যুব...

শীতের দুপুরে বড়বাজারে অগ্নিকাণ্ড! নিয়ন্ত্রণে দমকলের ৫টি ইঞ্জিন

ফের বড়বাজারে অগ্নিকাণ্ড (Fire)। বৃহস্পতিবার, বড়বাজারের (Burabazar) বনফিল্ড রোডের কাছে একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় হওয়ায়...

নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা, নথির তালিকায় ব্রাত্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও

এসআইআরের (SIR) খসড়া তালিকা প্রকাশ করার পর চলছে শুনানি প্রক্রিয়া। পরিচয়পত্র থেকে উপযুক্ত নথি নিয়ে নিত্য নতুন নির্দেশিকা...

প্রযোজনা সংস্থার টাকা আটকে বিপাকে যশ-নুসরত, সমন পেলেন তারকা জুটি!

আইনি জটিলতায় পড়লেন টলিপাড়ার আলোচিত জুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহান (Yash Dasgupta and Nusrat Jahan)। প্রযোজনা সংক্রান্ত...