এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার দেহরক্ষী লক্ষ্মীকান্ত মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয় করে নাম তুলেলেন গর্বের তালিকায়। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবলের এই সাফল্যে খুশি তাঁর পরিবার থেকে শুরু করে গোটা পুলিশ প্রশাসনে।

পূর্ব মেদিনীপুরের তমলুকের মধুরি গ্রামের বাসিন্দা লক্ষ্মীকান্ত (Lakhsmikanta Mandol)। পাহাড় ভ্রমণের নেশা থেকেই পর্বতারোহণের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন এবার বাস্তব হল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনি রওনা দেন অভিযানে। অভিযানের পরিকল্পনা ও রুটম্যাপের দায়িত্বে ছিল Pioneer Adventure নামক একটি সংস্থা। সোমবার লক্ষ্মীকান্তের এভারেস্ট সামিট সফল হওয়ার খবর প্রথমে জানানো হয় কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায়। তবে ভারতীয়দের মধ্যে ছিলেন গীতা সামোতাও। অভিনন্দন জানানো হয় দৃষ্টিহীন নেপালি পর্বতারোহী ছোনজিন আংমো-কেও।

মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লক্ষ্মীকান্তকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “পশ্চিমবঙ্গ পুলিশের সশস্ত্র ব্যাটালিয়নের সদস্য শ্রী লক্ষ্মীকান্ত মণ্ডলকে আমার আন্তরিক অভিনন্দন, আজ সকাল ৮:৩০ মিনিটে সফলভাবে তিনি এভারেস্ট আরোহণ করেছেন।”

লক্ষ্মীকান্তের এই সাফল্যের পরে সোমবারই তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আবজল আবরার-সহ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এক প্রতিনিধি দল পৌঁছে যায় তাঁর বাড়িতে। সেখানেই লক্ষ্মীকান্তের বাবা-মাকে সংবর্ধনা জানানো হয়। তুলে দেওয়া হয় ফুলের তোড়া ও স্মারক উপহার। তমলুকের এসডিপিও আবজল আবরার বলেন, “লক্ষ্মীকান্তের এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। শুধুমাত্র নিজের নয়, গোটা পুলিশ বিভাগের মুখ উজ্জ্বল করেছেন লক্ষ্মীকান্ত । তাঁর পরিবারের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। ভবিষ্যতে আরও অনেকে যাতে নিজেদের কর্মক্ষেত্রের বাইরেও রাজ্য ও দেশের গর্ব হন, সেই অনুপ্রেরণা দেবে লক্ষ্মীকান্তের এই কৃতিত্ব।”

spot_img

Related articles

দুর্গাপুজোয় কলকাতা পুলিশের ভূমিকা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো

শুভদীপ চক্রবর্তী, অফিসার ইন চার্জ, হোমিসাইড স্কোয়ার্ড, গোয়েন্দা বিভাগ, লালবাজারদিদা যখন বেঁচে ছিল তখন দুর্গাপুজোর আগে থেকেই একটু...

পুজোয় নিরাপত্তায় বাড়তি নজর, শহরজুড়ে লালবাজারের কড়া প্রস্তুতি

দুর্গোৎসবকে ঘিরে কলকাতার রাস্তায় ভিড় সামলাতে ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে কড়া ব্যবস্থা নিয়েছে লালবাজার। ইতিমধ্যেই শহরের বিভিন্ন...

পঞ্চমীতেই ভিড়ের ঢল, টক্কর উত্তরে–দক্ষিণে 

কলকাতার পথে নেমেছে জনসমুদ্র। পঞ্চমীর সন্ধ্যাতেই শুরু হয়েছে মহা ভিড়ের চিত্র। উত্তরে টালা প্রত্যয়, টালা বারোয়ারি, হাতিবাগান নবীন...

ঘোষিত বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫: তালিকায় সেরার সেরা থেকে সাবেকি, ভাবনা-সহ ৮ বিভাগ

পঞ্চমীর বিকেলেই ঘোষিত এবছরের বিশ্ব বাংলা শারদ সম্মান (Biswa Bangla Sharod Samman) প্রাপকদের নাম। প্রতিবছর ষষ্ঠীর বোধন বেলায়...