Tuesday, May 20, 2025

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, স্থায়ী আমানতের ক্ষেত্রে ২০ বেসিস পয়েন্ট (০.২০%) কমানো হয়েছে সুদের হার। এই নতুন হার কার্যকর হয়েছে ১৬ মে থেকে।

সাধারণ এবং প্রবীণ—উভয় গ্রাহকের ক্ষেত্রেই কমেছে এই সুদ। এর ফলে, যাঁরা মূলধন নিরাপদ রেখে সুদে আয় করতে চাইছিলেন, তাঁদের আর্থিক পরিকল্পনায় প্রভাব পড়বে বলেই মত বিশেষজ্ঞদের।

ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, ৭ দিন থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটে এখন সুদের হার ৩.৩০%। ৪৬ দিন থেকে ১৭৯ দিনের জন্য ৫.৩০% এবং ১৮০ থেকে ২১০ দিনের জন্য ৬.০৫% সুদ মিলবে। ২১১ দিন থেকে এক বছরের কম মেয়াদের ক্ষেত্রে সুদের হার ৬.৩০%। এক বছর থেকে দু’বছরের কম মেয়াদে ৬.৫০%, দুই থেকে তিন বছরের মধ্যে ৬.৭০% সুদ দেবে এসবিআই। তিন থেকে পাঁচ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৫৫%, আর দীর্ঘমেয়াদী পাঁচ থেকে দশ বছরের মধ্যে তা কমে দাঁড়িয়েছে ৬.৩০%।

উল্লেখ্য, এর আগে ১৫ এপ্রিলও সুদের হার কমিয়েছিল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এক মাসের ব্যবধানে আবার সুদ কমানোয় উদ্বেগ বাড়ছে আমানতকারীদের মধ্যে। বিশেষজ্ঞরা মনে করছেন, নীতি সুদে স্থিতাবস্থা ও ব্যাংকের ঋণ বাড়ানোর কৌশল এই সুদ কমানোর নেপথ্যে কাজ করছে। তবে এর ফলে পেনশনভোগী ও সাধারণ সঞ্চয়কারীরা সুরক্ষিত বিকল্পের দিশা খুঁজতে বাধ্য হবেন বলেই আশঙ্কা।

আরও পড়ুন – সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার...
Exit mobile version