Sunday, November 9, 2025

ইংল্যান্ড সফরে বিরাটকে অধিনায়ক দেখতে চেয়েছিলেন শাস্ত্রী

Date:

বিরাট কোহলির(Virat Kohli) অবসরের সিদ্ধান্ত আগেই রবি শাস্ত্রীকে(Ravi Shastri) বিষ্মিত করেছিল। তখন অবশ্য কিছু বলেননি তিনি। অবশেষে প্রিয় বিরাটকে নিয়ে মুখ খুলেছেন রবি শাস্ত্রী(Ravi Shastri)। তাঁর মতে এই ইংল্যান্ড সফরে বিরাট কোহলির কাঁধেই অধিনায়কের দায়িত্ব দেওয়া উচিৎ ছিল বিসিসিআইয়ের(BCCI)। শুধুমাত্র তাই নয় এত তাড়াতাড়ি তাঁর টেস্ট ক্রিকেট থেকে চলে যাওয়ার সিদ্ধান্তটা সঠিক নয় বলেই মনে করছেন ভারতীয় দলের এই প্রাক্তন কোচ।

রোহিত শর্মা(Rohit Sharma) টেস্ট থেকে অবসর নেওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই টেস্ট ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। সেই থেকেই শুরু হয়ে গিয়েছিল নানান হিসাব নিকাশ। নানান কথাবার্তাই শোনা যাচ্ছিল ক্রিকেট মহলে। বিরাট কোহলির(Virat Kohli) অবসরের পিছনেও নানান কারণ খুঁজছিলেন অনেকে। যদিও এখনও পর্যন্ত বিরাট কোহলি অবশ্য সেসব নিয়ে মুখ খোলেননি। তবে বিরাটের এই অবসরের সিদ্ধান্তটা কিছুতেই মেনে নিতে পারছেন না প্রাক্তন ক্রিকেটার তথা কোচ রবি শাস্ত্রী(Ravi Shastri)।

তিনি জানিয়ছেন, “আমি নিশ্চিত এখনও দুটো বছর বিরাট কোহলির মধ্যে টেস্ট ক্রিকেট খেলাটা ছিল। ইংল্যান্ডে টেস্ট জার্সিতে তাঁকে দেখলে আমি অত্যন্ত খুশি হতাম। এই টেস্ট সিরিজের জন্য তাঁকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া যেতেই পারত। তবে বিরাট কেন এই সিদ্ধান্ত নিয়েছেন সেটাতো ও নিজেই সবচেয়ে ভাল জানে। হয়ত মানসিক ক্লান্তির জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কারণ আমি যতদূর দেখেছি এখনকার যেকোনও ক্রিকেটারের থেকেও অনেস বেশি ফিট বিরাট কোহলি”।

এই ইংল্যান্ড সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে যাত্রা শুরু করবে ভারতীয় দল। সেখানেই বিরাট কোহলির মতো তারকার না থাকাটা অনেককেই বেশ চিন্তায় ফেলেছে। যদিও বিরাট কোহলি অবশ্য এসব থেকে এখন বেশ খানিকটা দূরে। আপাতত ওডিআই নিয়েই হয়ত ভাবতে চাইছেন তিনি।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version