Tuesday, May 20, 2025

বিরাট কোহলির(Virat Kohli) অবসরের সিদ্ধান্ত আগেই রবি শাস্ত্রীকে(Ravi Shastri) বিষ্মিত করেছিল। তখন অবশ্য কিছু বলেননি তিনি। অবশেষে প্রিয় বিরাটকে নিয়ে মুখ খুলেছেন রবি শাস্ত্রী(Ravi Shastri)। তাঁর মতে এই ইংল্যান্ড সফরে বিরাট কোহলির কাঁধেই অধিনায়কের দায়িত্ব দেওয়া উচিৎ ছিল বিসিসিআইয়ের(BCCI)। শুধুমাত্র তাই নয় এত তাড়াতাড়ি তাঁর টেস্ট ক্রিকেট থেকে চলে যাওয়ার সিদ্ধান্তটা সঠিক নয় বলেই মনে করছেন ভারতীয় দলের এই প্রাক্তন কোচ।

রোহিত শর্মা(Rohit Sharma) টেস্ট থেকে অবসর নেওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই টেস্ট ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। সেই থেকেই শুরু হয়ে গিয়েছিল নানান হিসাব নিকাশ। নানান কথাবার্তাই শোনা যাচ্ছিল ক্রিকেট মহলে। বিরাট কোহলির(Virat Kohli) অবসরের পিছনেও নানান কারণ খুঁজছিলেন অনেকে। যদিও এখনও পর্যন্ত বিরাট কোহলি অবশ্য সেসব নিয়ে মুখ খোলেননি। তবে বিরাটের এই অবসরের সিদ্ধান্তটা কিছুতেই মেনে নিতে পারছেন না প্রাক্তন ক্রিকেটার তথা কোচ রবি শাস্ত্রী(Ravi Shastri)।

তিনি জানিয়ছেন, “আমি নিশ্চিত এখনও দুটো বছর বিরাট কোহলির মধ্যে টেস্ট ক্রিকেট খেলাটা ছিল। ইংল্যান্ডে টেস্ট জার্সিতে তাঁকে দেখলে আমি অত্যন্ত খুশি হতাম। এই টেস্ট সিরিজের জন্য তাঁকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া যেতেই পারত। তবে বিরাট কেন এই সিদ্ধান্ত নিয়েছেন সেটাতো ও নিজেই সবচেয়ে ভাল জানে। হয়ত মানসিক ক্লান্তির জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কারণ আমি যতদূর দেখেছি এখনকার যেকোনও ক্রিকেটারের থেকেও অনেস বেশি ফিট বিরাট কোহলি”।

এই ইংল্যান্ড সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে যাত্রা শুরু করবে ভারতীয় দল। সেখানেই বিরাট কোহলির মতো তারকার না থাকাটা অনেককেই বেশ চিন্তায় ফেলেছে। যদিও বিরাট কোহলি অবশ্য এসব থেকে এখন বেশ খানিকটা দূরে। আপাতত ওডিআই নিয়েই হয়ত ভাবতে চাইছেন তিনি।

Related articles

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার...
Exit mobile version