Monday, May 19, 2025

ট্রাভেল ব্লগারের নামে দেশের সেনার গোপণ তথ্য ফাঁস পাকিস্তানের গুপ্তচরদের কাছে। দেখলে মনেই হবে না কোনও তথ্য ফাঁস চলছে। অথচ তার মধ্যে দিয়েই গোপণে পাচার হয়ে যাচ্ছে দেশের নিরাপত্তার তথ্য। কিন্তু কোন কোন শহরের তথ্য জ্যোতি মালহোত্রা ফাঁস করেছে? খোঁজ চালিয়েই চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের। সেই তালিকায় যেমন রয়েছে কেরালা, তেমনই রয়েছে কলকাতাও (Kolkata)। শহরের একাধিক এলাকার ছবি উঠে এসেছে তার ভ্লগে (vlog)। এবার সেই সব ভিডিও নিয়েও তদন্তে পুলিশ।

শিয়ালদহ স্টেশন (Sealdah station), ব্যারাকপুরের (Barrackpur) দাদা-বৌদির বিরিয়ানি থেকে শেওড়াফুলির (Seoraphuli) বিয়েবাড়ি। গোয়েন্দাদের নজরে জ্যোতি মালহোত্রার একাধিক ভ্লগ। রাজ্যের গুরুত্বপূর্ণ এলাকাগুলি পাকিস্তানের চর জ্যোতির ভ্লগে উঠে আসায় এবার তদন্তের আওতায় আসছে এই রাজ্যও। মাত্র তিন মাস আগে এই শহরে এসে গুরুত্বপূর্ণ এলাকার ভিডিও ও লাইভ করেছিল জ্যোতি। উঠে এসেছে মোহিত নামে এক ব্যক্তির নামও।

এর আগে পুরীর ভিডিও তৈরির সূত্র ধরে জ্যোতির সঙ্গী আরেক ইউটিউবার (YouTuber) প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গোয়েন্দারা। যে চরবৃত্তি জ্যোতি করত, তার সঙ্গে কোনও যোগ রয়েছে কি না ওড়িশার প্রিয়াঙ্কা সেনাপতি, তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে গোয়েন্দারা। এবার সেই তালিকায় জুড়তে চলেছে এই রাজ্যের নামও। ইতিমধ্যেই একাধিক ইউটিউবারের সঙ্গে জ্যোতির (Jyoti Malhotra) যোগের তথ্য পেয়েছেন গোয়েন্দারা, যারা সবাই পাকিস্তানে তথ্য পাচারে যুক্ত ছিল।

এই শহরে তিন মাস আগে আসে জ্যোতি (Jyoti Malhotra)। সে শিয়ালদহ স্টেশনের (Sealdah station) বাইরে দীর্ঘ ভিডিও বানায়। শহর তথা উত্তরপূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই স্টেশনে কেন ভিডিও বানিয়েছিল জ্যোতি, উঠেছে সেই প্রশ্ন। সেই সঙ্গে উঠে এসেছে ব্যারাকপুরের (Barrackpur) ভিডিও। সেনা ক্যান্টনমেন্ট ব্যারাকপুর দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সেই ব্যারাকপুরে বিরিয়ানির ভিডিও প্রকাশ্যে এসেছে। ব্যারাকপুরের অন্য কোনও ভিডিও সে করেছিল কি না, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

গঙ্গা পার করেও জ্যোতির আনাগোনা ছিল। শেওড়াফুলিতে (Seoraphuli) একটি বিয়েবাড়ির ভ্লগ রয়েছে জ্যোতির অ্যাকাউন্ট থেকে। সেই বিয়েবাড়ির সঙ্গে যুক্ত মোহিত নামে এক যুবককে দেখা গিয়েছে জ্যোতির সঙ্গে। পুরীর ক্ষেত্রে প্রিয়াঙ্কাকে নিয়ে কাজ করায় তাকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। সেক্ষেত্রে মোহিতকে চিহ্নিত করার কাজ চালাতে পারেন তাঁরা, তৈরি হয়েছে সম্ভাবনা।

Related articles

জঙ্গি নিধনের পর এবার বিপুল অস্ত্র উদ্ধার! সোপিয়ানে সাফল্য ভারতীয় সেনার

অপারেশন সিন্দুরের পর থেকে লাগাতার জম্মু ও কাশ্মীর-সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে দেখা গিয়েছে...

ইস্টবেঙ্গলে সই প্যালেস্তাইনের মহম্মদ রশিদের

জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত সেটাই হল। ইস্টবেঙ্গলে(Eastbengal) এবার প্যালেস্তাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মহম্মদ রশিদ(Mohammed Rashid)। আক্রমণ...

যারা উসকানি দিচ্ছে তারাই মামলা করেছে! নাম না করে বিকাশদের ধুয়ে দিলেন মমতা

SSC-র চাকরিহারাদের প্রতি তিনি সহনুভূতিশীল। কিন্তু তাঁদের যাঁরা উসকাচ্ছেন তাঁদের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

ভারতের প্রতিবাদে নড়ে বসল IMF, পাকিস্তানে সব আর্থিক অনুমোদনে নজরদারি

পাকিস্তানকে আইএমএফ-এর অনুদান আগেই আপত্তি জানিয়েছিল ভারত। এই টাকায় শুধুমাত্র জঙ্গি ফান্ডিং হবে বলে আগেই জানিয়েছিল ভারত। তারপরেও...
Exit mobile version