Wednesday, August 20, 2025

ব্যাটারদের পাশে দাঁড়িয়ে বোলারদেরই দুষছেন রাজস্থান কোচ রাহুল দ্রাবিড়

Date:

এবারের আইপিএলে(IPL) চূড়ান্ত ব্যর্থ। গত ম্যাচেও পঞ্জাব কিংসের(PBKS) কাছে রাজস্থান রয়্যালসের(RR)। দলের এমন ব্যর্থতার পর আর চুপ থাকতে পারলেন না রাজস্থান রয়্যালস কোচ রাহুল দ্রাবিড়(Rahul Dravid)। কার্যত দ্রাবিড়ের কাঠগড়ায় রাজস্থান রয়্যালসের বোলারদের পারফরম্যান্স। শেষ ম্যাচেও রাজস্থান রয়্যালসের হারের পর দলের বোলিংকেই দুষছেন রাহুল দ্রাবিড়(Rahul Dravid)।  ব্যাটারদের নিয়ে সমালোচনা হলেও রাহুল দ্রাবিড় কিন্তু তাদেরকে একেবারেই দোষ দিতে নারাজ। তাঁর মতে এবারে রাজস্থান রয়্যালসের খারাপ বোলিং এবং ফিল্ডিংই তাদের ব্যর্থদার পিছনে প্রধান কারণ। সেদিকেই আগামী মরসুমে নজর দেওয়ার বার্তা দ্রাবিড়ের।

এই মুহূর্তে লিগ টেবিলে ৯ নম্বর স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালস। শেষ ম্যাচেও পঞ্জাব কিংসের কাছে ১০ রানে হেরেছে রাজস্থানের রয়্যালস বাহিনী। সেই ম্যাচে হারের পরই আর নিজের মুখ বন্ধ রাখতে পারেননি রাহুল দ্রাবিড়। স্বভাবত সমালোচনা তাঁর মুখ থেকে শোনা যায় না। কিন্তু এবার ব্যাটারদের পাশে দাঁড়িয়ে বোলারদেরই দুষলেন তিনি। চলতি আইপিএলে বেশিরভাগ ম্যাচেই ২০০ রানের ওপর লক্ষ্য তাড়া করতে  হয়েছিল রাজস্থান রয়্যালসকে।

দ্রাবিড়ের মতে শেষ ম্যাচের পিচ নাকি ২২০-এর মতো একেবারেই ছিল না। কিন্তু সেটাই হয়েছে। বোলারদের খারাপ বোলিংই যে এরজন্য দায়ী তা মানতে কোনও দ্বিধা নেই দ্রাবিড়ের। এই প্রসঙ্গে ম্যাচ শেষে রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, “ব্যাটারদের দোষ দেওয়ার কোনও মানেই হয় না। এই ম্যাচের পিচ কখনোই ২২০ রান হওয়ার মতো ছিল না। ১৯৫ থেকে ২০০ রান হলে ঠিক ছিল। সেখানেই আমরা ২০ রানের মতো অতিরিক্ত রান দিয়েছি। যদি গোটা মরসুমের দিকে তাকানো যায় দেখা যাবে আমরা একেবারেই ভালো বোলিং করতে পারিনি। উইকেট যেমন তুলতে পারিনি, তেমন রানও আটকাতে পারিনি”।

বোলিংয়ের পাশাপাশি খারাপ ফিল্ডিংয়ের কথাও শোনা গিয়েছে রাহুল দ্রাবিড়ের মুখে। এই মরসুমে রাজস্থান রয়্যালসের দৌড় কার্যত শেষ হয়ে গিয়েছে। আর একটি ম্যাচ বাকি রয়েছে। সেটা জিতেই হয়ত লিগ শেষ করতে চাইবেন সঞ্জু স্যামসনরা। আগামী মরসুমে এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রাহুল দ্রাবিড়।

Related articles

রানাঘাট সাংগঠনিক জেলার বৈঠকে নিবিড় জনসংযোগে জোর অভিষেকের

রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সেখানে...

শোস স্টপার দেব, তবে রঘু ডাকাতের লুকসে চমক অনির্বাণের

পুজোয় মাত করবে রঘু ডাকাত। টিজার লঞ্চেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেবের (Dev) লুকস থেকে দেবের রঘু ডাকাত...

স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম! উত্তরপাড়া থানায় আত্মসমর্পণ স্বামীর

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায়ের। স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে...

বিজেপির RSS নীতির পাল্টা সংবিধান: উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন সব বিরোধী দলের

সংসদে সংবিধানের সংশোধনের নামে সংবিধান হত্যার খেলায়ে মেতেছে কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। তার পাল্টা সংবিধান রক্ষার লড়াই বিরোধী...
Exit mobile version