Monday, August 25, 2025

একদিকে যখন পাক মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে অপারেশন সিন্দুর (Operation Sindur) চালিয়ে চলেছে ভারত, তখনই পাকিস্তান থেকে এলো ভারতের জন্য সুখবর। পাকিস্তানের (Pakistan) সিন্ধ প্রদেশের বাদিনে অজ্ঞাত পরিচয় আততায়ীদের হাতে খুন হলেন লস্করের (LeT) দ্বিতীয় শীর্ষনেতা সইফুল্লাহ খালিদ।

ভারতে একাধিক সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে ছিল এই সইফুল্লাহ। ২০০৬ সালে নাগপুরে আরএসএস (RSS) সদর দফতরে হামলার নেপথ্যের নাম ছিল এই সইফুল্লাহ খালিদ ওরফে আবু সইফুল্লাহর (Abu Saifullah)। এছাড়াও ২০০৫ সালের বেঙ্গালুরু আইআইএসসি-তে (IISc, Bengaluru) হামলা ও রামপুরে সিআরপিএফ (CRPF) সেনা ছাউনিতে হামলার মাস্টারমাইন্ডও ছিল এই সইফুল্লাহ। সম্প্রতি নেপালে একটি নতুন লস্কর সংগঠন তৈরির কাজ চালাচ্ছিল সে, জানা গিয়েছে গোয়েন্দা সূত্র।

সম্প্রতি লস্কর (LeT) সূত্রে জানা যায়, তার বিভিন্ন কার্যকলাপে লাগাম টানার প্রক্রিয়া চালানো হচ্ছিল। তার বিরোধিতা করছিল লস্করেরই একাংশ। যদিও লস্করের তরফে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। নিরাপত্তার স্বার্থে সম্প্রতি সে নিজের কর্মক্ষেত্র বাদিন জেলার মাটলি শহরে সরিয়ে নিয়েছিল বলেও জানা গিয়েছে।

রবিবার পাকিস্তানের (Pakistan) সিন্ধ প্রদেশের বাদিনে নিজের বাড়ি থেকে বেরোনোর পরই খুন হয় আবু সইফুল্লাহ (Abu Saifullah)। অজ্ঞাত পরিচয় আততায়ীরা তার বাড়ি থেকে বেরোনোর অপেক্ষা করছিল। ফাঁকা জায়গায় খুব কাছ থেকে তাকে গুলি করে মারা হয় বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার সঙ্গে কোনোভাবে ভারতের কোন যোগের কথা জানানো হয়নি ভারত সরকারের তরফে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version