খাদ্যসামগ্রী সাধারণ মানুষের কাছে আরও সহজে ও স্বল্প মূল্যে পৌঁছে দিতে এবার আরও বড় পদক্ষেপ রাজ্য সরকারের। মঙ্গলবার শিলিগুড়ির ভিডিওকন মাঠে প্রশাসনিক সভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন ১০টি নতুন সুফল বাংলার ভ্রাম্যমান গাড়ি। এই নতুন উদ্যোগের মাধ্যমে রাজ্যের প্রত্যন্ত ব্লকে ব্লকে পৌঁছে যাবে স্থানীয় চাষিদের উৎপাদিত ফসল। চাষিদের কাছ থেকে সরাসরি ফসল সংগ্রহ করে সেগুলি সুফল বাংলার গাড়ি মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘুরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের লক্ষ্য— চাষিদের ন্যায্য দাম এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য বাজার ব্যবস্থা।

উল্লেখ্য, পূর্বে রাজ্য সরকারের যে ক’টি সুফল বাংলা ভ্রাম্যমান গাড়ি কাজ করছিল, সেগুলির সাফল্য থেকেই উৎসাহিত হয়ে এই প্রকল্পের সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্প শুধুমাত্র খাদ্য সুরক্ষা নয়, কৃষকদের আর্থিক নিরাপত্তা ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নেও সহায়ক হবে। এদিন খড়িবাড়ি মাতৃভূমি কৃষি উৎপাদন সংস্থার সদস্য রাহুল মন্ডল বলেন, “এই গাড়িগুলি চাষিদের ফসল সরাসরি সরকার ও মানুষের কাছে পৌঁছে দিতে বড় ভূমিকা নেবে। এতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে এবং লাভবান হবেন দুই পক্ষই—চাষি ও ক্রেতা।”

প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও একাধিক প্রকল্পের শিলান্যাস করেন এবং জানান, আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলাতেই এই ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা হবে। সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই ধরনের সামাজিকমুখী প্রকল্প গ্রহণ করছে রাজ্য সরকার।

আরও পড়ুন – জ্যোতির তদন্তে এবার এনআইএ: হরিয়ানার নতুন ইউটিউব চ্যানেলে নজর গোয়েন্দাদের

_

_
_

_
_

_

_

_

_

_

_
