Tuesday, May 20, 2025

জ্যোতির তদন্তে এবার এনআইএ: হরিয়ানার নতুন ইউটিউব চ্যানেলে নজর গোয়েন্দাদের

Date:

Share post:

হরিয়ানা পুলিশের পরে এবার ইউটিউবার (YouTuber) জ্যোতি মালহোত্রাকে নিয়ে তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। তার চ্যানেলের রোজগারের উৎস নিয়ে শুরু হবে তদন্ত। তবে এবার শুধু জ্যোতি নয়, দেশের একটি বড় অংশের ইউটিউবারদের উপর নজরদারি শুরু করেছে গোয়েন্দারা, জানালেন হরিয়ানার স্বরাষ্ট্র সচিব (Home Secretary)। ইতিমধ্যেই পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে তিন জেলা থেকে ১২ জনকে তিনদিনের গ্রেফতার করেছে একাধিক রাজ্যের পুলিশ।

পাকিস্তানে দেশের সেনার তথ্য পাচারে মুখ্য ভূমিকা নিয়েছিল হরিয়ানার হিসারের ইউটিউবার জ্য়োতি মালহোত্রা। তার সূত্র ধরেই একাধিক তথ্য পাচারকারীকে জালে আনতে সক্ষম হয়েছে গোয়েন্দারা। সেই সঙ্গে পাক হাই কমিশনের কর্মীদের যোগাযোগের সূত্র ধরেও তদন্ত চালানো হচ্ছে। সেই সূত্রেই হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে এপর্যন্ত ১২ জনকে।

তবে যে পরিমাণ গ্রেফতারি হয়েছে, তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষের উপর নজরদারি চালাচ্ছে গোয়েন্দারা। সেক্ষেত্রে অনেক বেশি নজরদারির মধ্যে আনার হচ্ছে চলতি সময়ের ইউটিউবারদের (YouTuber)। হরিয়ানার স্বরাষ্ট্র সচিব (Home Secretary) সুমিতা মিশ্র জানান, পাক সম্পর্কিত যে গ্রেফতারি হরিয়ানা থেকে হয়েছে সেই গ্রেফতারিই শেষ নয়। এই প্রক্রিয়া জারি থাকবে। এই ধরনের অন্য যাদের ইউটিউব চ্যানেল (YouTube channel) আছে তাদেরও তদন্ত করা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে নতুন নাম নিয়ে নতুন চ্যানেল লঞ্চ করছে। সেগুলির উপর নজর রাখা হচ্ছে।

তবে জ্যোতির উপর তদন্তে আরও জোর বাড়ালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। জ্যোতির পাক যোগের বৃত্ত সম্পূর্ণ করতে তার ডায়েরির উপর নজর রেখেছেন গোয়েন্দারা। সেই সঙ্গে গোটা দেশের বিভিন্ন শহরে একাধিকবার সফর থেকে পাকিস্তান ও চিন সফরের উপরও নজর কেন্দ্রীয় সংস্থার। তার আর্থিক সংস্থান তার বিদেশ সফরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করেছিল সেনার গোয়েন্দারা। এবার তার ভিত্তিতেই জ্যোতিকে জিজ্ঞাসাবাদ শুরু এনআইএ (NIA) ও আইবি আধিকারিকদের।

spot_img

Related articles

অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে, পিছিয়েই চলেছে দল নির্বাচন

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘ টেস্ট সিরিজে নামবে ভারত(India Test Team)। হাতে আর মাত্র ৩১ দিন সময়...

বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে সক্রিয় টাস্ক ফোর্স, অভিযান মানিকতলা ও বাগমারী বাজারে 

মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার বিভিন্ন বাজারে লাগাতার পরিদর্শন চালাচ্ছে রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্স। মাছ, সবজি, ডিম, মসলা ও...

আর জি কর-কাণ্ডে নয়া মোড়! ফের অভয়ার DNA রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

আর জি কর মামলায় (R G Kar Case) অভয়ার পরিবারের দেওয়া ডিএনএ রিপোর্ট (DNA Report) ঘিরে ফের চাঞ্চল্য...

জল বাড়ল আত্রেয়ীর, বাঁধ ভেঙে বিপত্তিতে সুকান্তর বক্তব্যের পাল্টা শশী

কয়েকদিনের ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের প্রায় সব নদীতে জল বেড়েছে। আত্রেয়ী নদীর (Atrayee river) জল বেড়ে সোমবার রাতে বালুরঘাটে...