Tuesday, May 20, 2025

সমস্ত জল্পনার অবসান। ইডেনে নয়, এবারের আইপিএলের ফাইনাল আহমেদাবাদেই। বেশ কয়েকদিন ধরেই এই নিয়ে জল্পনাটা চলছিল। সিএবির তরফে চেষ্টা চালানো হলেও শেষরক্ষা হল না। মঙ্গলবার বৈঠকের পর আহমেদাবাদেই আইপিএল সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত বিসিসিআইয়ের। শুধুমাত্র তাই নয় ইডেনে একটি প্লেঅফ হওয়ার কথা ছিব পূর্ব নির্ধারিক সূচী অনুযায়ী। সেটাও হচ্ছে না। আহমেদাবাদ স্টেডিয়ামেই ফাইনালের পাশাপাশি হবে একটি প্লেঅফের ম্যাচও। বাকি প্লে অফের ম্যাচগুলো হবে চন্ডীগড়ে। এই খবরে কলকাতার ক্রিকেট প্রেমীদের যে খানিকটা হলেও হতাশা বাড়ল তা বলার অপেক্ষা রাখে না।

ভারত-পাক অশান্তির জেরে এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। গত ১৭ মে থেকে শুরু হয়েছিল পরিবর্তিত সূচী অনুযায়ী আইপিএল। সেই সময় থেকেই এই জল্পনাটা আরম্ভ হয়ে গিয়েছিল। শোনা যাচ্ছিল ইডেন থেকে নাকি সরে যেতে চলেছে এবারের আইপিএলের ফাইনাল। সেই আশঙ্কাই সত্যি হল এবার।

পরিবর্তিত সূচী অনুযায়ী আগামী ৩ জুন আইপিএলের ফাইনাল। সেই সময় কলকাতায় নাকি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। আর সেই কারণেই নাকি ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইডেন গার্ডেন্স থেকে সরে আহমেদাবাদে সরে গেল আইপিএল ফাইনাল। একইসঙ্গে হায়দরাবাদ থেকে সরে যাচ্ছে দুটো প্লেঅফের ম্যাচও। সেই দুটো এলিমিনেটর ও কেয়ালিফায়ার ম্যাচ হবে পঞ্জাবে।

আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার সময় পরিবর্তিত সূচী ঘোষণা হলেও, সেই সময় ফাইনাল এবং প্লেঅফের সূচী ঘোষণা করা হয়নি। তখন থেকেই আভাসটা পাওয়া গিয়েছিল। এবার সেটাই হল।

Related articles

১৩১ পরিবার পেল মাথার ছাদ! বন্যাদুর্গত মানুষদের জন্য ‘তিস্তাপল্লি’ উপহার মুখ্যমন্ত্রীর

তিস্তা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়েছিল মেজুয়া ও লালডং চুমুকডালি গ্রামের ১৩১ জন মানুষ। আশ্রয়হীন হয়ে পড়েছিলেন তাঁরা। এবার...

আরও সহজ হল যাত্রা! উত্তরবঙ্গ থেকে দিঘা, আরও ছয়টি সরকারি ভলভো বাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গবাসীর জন্য দিঘার জগন্নাথ ধামে যাত্রা এবার আরও সহজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার শিলিগুড়ির ভিডিও কন গ্রাউন্ড থেকে...

কেন্দ্রের মিথা প্রতিশ্রুতি! চা-শ্রমিকদের জন্য পরিষেবার ডালি মুখ্যমন্ত্রীর

ভোট এলেই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় বিজেপি। তারপর সব ভাঁওতা। উত্তরবঙ্গের চা বাগান নিয়েও বিজেপির এক নেতা বলেছিলেন,...

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে তোলাবাজির অভিযোগ! ক্লোজ বরানগর থানার ASI-সিভিক ভলান্টিয়ার 

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে তোলাবাজির অভিযোগ। ভিডিও ভাইরাল। অভিযোগ পেয়েই কড়া পদক্ষেপ বারাকপুর কমিশনারেটের। ঘটনায় অভিযুক্ত বরানগর থানার এক এএসআই...
Exit mobile version