Thursday, January 22, 2026

আন্দোলনে চিকিৎসকরা! গরহাজিরায় এনআরএস-এর চিকিৎসকদের নির্দেশিকা কর্তৃপক্ষের

Date:

Share post:

অভয়ার বিচার চেয়ে আন্দোলন থেকে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে বারবার প্রকাশ্যে এসেছেন রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকরা। রাজ্যের তরফে আন্দোলনের গণতন্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়নি বলেই যে কোনও ইস্যুতে পথে নেমে আন্দোলনে সাম্প্রতিক সময়ে বিরোধীদের উস্কানি বারবার দেখা গিয়েছে। যেখানে চিকিৎসকদের সামিল হওয়া নিয়েও বারবার রাজ্যের তরফে সতর্ক করা হয়েছে। তা সত্ত্বেও এন আর এস মেডিক্যাল কলেজে (NRS Medical Collega and Hospital) গরহাজির চিকিৎসকরা। তা নিয়ে এবার শোকজ নোটিশ পাঠাল জাতীয় মেডিক্যাল কমিশন।

৮টি গুরুত্বপূর্ণ কারণ দেখিয়ে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজকে শোকজ নোটিশ পাঠিয়েছে জাতীয় মেডিক্যাল কমিশন। বলা হয়েছে, এনআরএস-এ (NRS Medical College and Hospital) মোট ২০টি বিভাগ রয়েছে। এর মধ্যে ১৮টি বিভাগে চিকিৎসকদের হাজিরা নিয়ে অনেক গরমিল আছে। কয়েক কোটি টাকার জরিমানাও ধার্য করা হয়েছে। এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের ডাক্তার, অধ্যাপক ও কর্মচারীদের জন্য একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তি জারি করেছে।

অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ডিউটি শুরু হওয়ার আগে ও শেষ হওয়ার পর ফেস বায়োমেট্রিক (face biometric) বাধ্যতামূলক। বায়োমেট্রিকে হাজিরা না দিলে সেই চিকিৎসক বা অধ্যাপককে অনুপস্থিত ধরা হবে। এছাড়াও, ছুটির জন্য আগে থেকে আবেদন জানাতে হবে। নিয়ম না মেনে ছুটি নিলে তাঁর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে।

জাতীয় মেডিক্যাল কমিশনের তরফে যে নোটিশ পাঠানো হয়েছে এন আর এস কর্তৃপক্ষকে সেখানে বেশ কিছু গরমিল নিয়ে অভিযোগ তোলা হয়েছে। হাসপাতালে এখনও পর্যন্ত কতজন মানুষ চিকিৎসা পেয়েছেন বা কতজন মারা গিয়েছেন সে বিষয়েও সঠিক তথ্য নেই। এমবিবিএস পরীক্ষাও সঠিক নিয়ম-শৃঙ্খলা মেনে নেওয়া হচ্ছিল না, এমন অভিযোগও তোলা হয়েছে। চিকিৎসকদের সঠিক নিয়মে ডিউটি ও হাজিরা সংক্রান্ত নিয়মে রাশ টেনে এই সংক্রান্ত সমস্যাগুলির সমাধানের পথে এন আর এস কর্তৃপক্ষ।

spot_img

Related articles

লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ! চাঞ্চল্য এন্টালিতে

বহুতলের লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এন্টালিতে। বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ...

রাজ্য সফর শুরু বাংলা দিয়েই: বিজেপি সভাপতি নীতীন নবীনের নজরে দুই জেলা

দায়িত্ব নিয়েই দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের গুরুদায়িত্ব সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের কাঁধে। যদিও নরেন্দ্র...

বৃহস্পতিবার বইমেলার মহোৎসবের সূচনা! মমতার নতুন বই ঘিরে উন্মাদনা তুঙ্গে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন...

ব্যাট হাতে অভিষেক ঝড়, কাপ মহড়ার প্রথম ম্যাচেই সহজ জয়

টি২০বিশ্বকাপের চূড়ান্ত মহড়াটা ভালোভাবেই করল ভারতীয় দল(India)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৮ রানে জয় পেল ভারত। ব্যাটিং...