Friday, August 22, 2025

ভেজাল চায়ের আমদানি রুখতে সীমান্তে বসবে টেস্টিং মেশিন : মুখ্যমন্ত্রী

Date:

বিনা শুল্কে নেপালের ভেজাল চা আমদানি হচ্ছে। দার্জিলিং চায়ের(Darjeeling Tea) ব্র্যান্ডিং নষ্ট করছে। নেপালের বেলায় ট্যাক্স নেই, এদিকে আমাদের বেলায় ট্যাক্স! এই ভেজাল চায়ের(Duplicate Tea) আমদানি রুখতে সীমান্তে টেস্টিং মেশিন(Tasting Machine) বসানো হবে। বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে এই মর্মে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

নেপালের ভেজাল চা আমদানির প্রসঙ্গে উষ্মা প্রকাশ করে এদিন মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee) বলেন, ওরা চা রফতানির ওপর কোনও ‘চার্জ’ দেয় না, তা হলে আমরা কেন দেব? আমি লেবার ডিপার্টমেন্টকে বলেছি ভালভাবে নজর রাখতে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ওরা মিশিয়ে দিচ্ছে, ৪০ শতাংশ এক্সপোর্ট করছে বিনা পয়সায়। ওতে দার্জিলিং চায়ের ব্র্যান্ড নষ্ট হচ্ছে। ওরা বিনাপয়সায় ব্যবসা করবে, আমাদের কর দিতে হবে এটা কিন্তু ভুল। এটা নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। এটা উত্তরবঙ্গের মানুষের জানা উচিত। এর পাশাপাশি চা-বাগানের উন্নয়ন নিয়েও বলেন মুখ্যমন্ত্রী। এ ছাড়াও বন্ধ চা-বাগান খোলার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আলিপুরদুয়ারে ৮টি এবং জলপাইগুড়িতে ৭টি চা-বাগান ইতিমধ্যে খোলা হয়েছে। এছাড়াও চা-বাগানে এলাকায় মাসে ৩৫ কেজি খাদ্যশস্য বিনামূল্যে দেওয়া হয়। ৫৩টি স্বাস্থ্যকেন্দ্র করা হচ্ছে। কুড়িটির নির্মাণকাজ শেষ হয়েছে। ৯৪টি চোখের আলো ক্যাম্প করা হয়েছে। স্কুলবাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

চা-বাগানের উন্নয়ন
১) আলিপুরদুয়ারে ৮টি ও জলপাইগুড়ির ৭টি বন্ধ বাগান খুলেছে।
২) বাগান এলাকায় প্রতি মাসে ৩৫ কেজি খাদ্যশস্য বিনামূল্যে।
৩) ৫৩টি স্বাস্থ্যকেন্দ্র করা হচ্ছে।
৪) ৯৪টি চোখের আলো ক্যাম্প করা হয়েছে।
৫) শ্রমিক-সন্তানদের জন্য স্কুলবাসের ব্যবস্থা।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version