Wednesday, May 21, 2025

ভেজাল চায়ের আমদানি রুখতে সীমান্তে বসবে টেস্টিং মেশিন : মুখ্যমন্ত্রী

Date:

বিনা শুল্কে নেপালের ভেজাল চা আমদানি হচ্ছে। দার্জিলিং চায়ের(Darjeeling Tea) ব্র্যান্ডিং নষ্ট করছে। নেপালের বেলায় ট্যাক্স নেই, এদিকে আমাদের বেলায় ট্যাক্স! এই ভেজাল চায়ের(Duplicate Tea) আমদানি রুখতে সীমান্তে টেস্টিং মেশিন(Tasting Machine) বসানো হবে। বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে এই মর্মে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

নেপালের ভেজাল চা আমদানির প্রসঙ্গে উষ্মা প্রকাশ করে এদিন মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee) বলেন, ওরা চা রফতানির ওপর কোনও ‘চার্জ’ দেয় না, তা হলে আমরা কেন দেব? আমি লেবার ডিপার্টমেন্টকে বলেছি ভালভাবে নজর রাখতে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ওরা মিশিয়ে দিচ্ছে, ৪০ শতাংশ এক্সপোর্ট করছে বিনা পয়সায়। ওতে দার্জিলিং চায়ের ব্র্যান্ড নষ্ট হচ্ছে। ওরা বিনাপয়সায় ব্যবসা করবে, আমাদের কর দিতে হবে এটা কিন্তু ভুল। এটা নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। এটা উত্তরবঙ্গের মানুষের জানা উচিত। এর পাশাপাশি চা-বাগানের উন্নয়ন নিয়েও বলেন মুখ্যমন্ত্রী। এ ছাড়াও বন্ধ চা-বাগান খোলার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আলিপুরদুয়ারে ৮টি এবং জলপাইগুড়িতে ৭টি চা-বাগান ইতিমধ্যে খোলা হয়েছে। এছাড়াও চা-বাগানে এলাকায় মাসে ৩৫ কেজি খাদ্যশস্য বিনামূল্যে দেওয়া হয়। ৫৩টি স্বাস্থ্যকেন্দ্র করা হচ্ছে। কুড়িটির নির্মাণকাজ শেষ হয়েছে। ৯৪টি চোখের আলো ক্যাম্প করা হয়েছে। স্কুলবাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

চা-বাগানের উন্নয়ন
১) আলিপুরদুয়ারে ৮টি ও জলপাইগুড়ির ৭টি বন্ধ বাগান খুলেছে।
২) বাগান এলাকায় প্রতি মাসে ৩৫ কেজি খাদ্যশস্য বিনামূল্যে।
৩) ৫৩টি স্বাস্থ্যকেন্দ্র করা হচ্ছে।
৪) ৯৪টি চোখের আলো ক্যাম্প করা হয়েছে।
৫) শ্রমিক-সন্তানদের জন্য স্কুলবাসের ব্যবস্থা।

Related articles

পরিযায়ী শ্রমিকদের প্রতি বিশেষ নজর মুখ্যমন্ত্রীর

বাংলার বিভিন্ন শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। বাংলায় ফিরে এলে তাদের যাতে কোনওরকম...

শিক্ষকদের মতো আচরণ করুন! আন্দোলনকারী শিক্ষকদের বললেন বিচারপতি

বিকাশ ভবনে অবস্থানকারী শিক্ষকদের মুখ পুড়ল হাইকোর্টে। বুধবার একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট বার্তা দিয়ে বলেন,...

শুরু হচ্ছে ডিজিটাল ব্যবস্থা! রাজ্য সরকারি কর্মীদের বেতন-পেনশন বিল এবার অনলাইনেই

রাজ্য সরকারি কর্মীদের বেতন, বকেয়া ও মাসিক পেনশন বিল জমার প্রক্রিয়ায় আসছে বড়সড় পরিবর্তন। এবার থেকে এইসব বিল...

সুকান্তর স্ত্রীর ২ জায়গার ভোটার কার্ড! অভিযোগ রাষ্ট্রপতি থেকে জাতীয় নির্বাচন কমিশনে 

ভুয়ো ভোটার তালিকা নিয়ে যাঁরা রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল, সেই সেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta...
Exit mobile version