Thursday, August 28, 2025

বাংলা সহায়তা কেন্দ্রে তথ্য লেখা থাকুক আঞ্চলিক ভাষাতেও, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

সাধারণ মানুষের সুবিধার জন্য এবং সরকারি প্রকল্প নিয়ে কোনও রকম সমস্যা থাকলে তার সমাধানের জন্য এলাকায় এলাকায় সহায়তা কেন্দ্র খোলার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একইসঙ্গে তিনি পরামর্শ দেন সমস্ত কেন্দ্রেই তথ্য লেখা থাকুক আঞ্চলিক ভাষাতেও। যাতে সমস্ত মানুষ তথ্য বুঝতে পারেন, সেই জন্যই এই নির্দেশিকা।

বাংলা সহায়তা কেন্দ্র(Bangla Sahayata Kendra) থেকে সঠিকভাবে পরিষেবা দেওয়া হচ্ছে কি না সেই বিষয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে সেই জেলার সহায়তা কেন্দ্রগুলির হাল-হকিকত সম্বন্ধে জানতে চান তিনি। স্পষ্ট জানিয়ে দেন সহায়তা কেন্দ্রগুলি থেকে যেন যথাযথ পরিষেবা দেওয়া হয়। একই সঙ্গে বিডিও, ডিএমদের নির্দেশ দিয়ে বলেন, তাঁদের এলাকার প্রত্যেকটি সহায়তা কেন্দ্রে গিয়ে সারপ্রাইজ ভিজিট করতে হবে। এছাড়াও সহায়তা কেন্দ্রের বাইরে বাংলা ভাষার পাশাপাশি সেই এলাকার স্থানীয় ভাষায় যাবতীয় তথ্য লিখে রাখতে হবে। সহায়তা কেন্দ্র থেকে মানুষ কী কী পরিষেবা পাবেন সে-বিষয়গুলি বড় বড় অক্ষরে স্থানীয় ভাষা এবং বাংলা ভাষায় লিখতে হবে কেন্দ্রের বাইরে। কেউ যদি কোনও বিষয় বুঝতে না পারেন তাঁকে সহজ ভাষায় তা বুঝিয়ে দিতে হবে। এছাড়াও প্রত্যেকটি সহায়তা কেন্দ্রে এবার থেকে মাইক্রোফোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন তিনি। যদি কখনও কোনও রকম দুর্যোগ হয় তাহলে যেন সহায়তা কেন্দ্র থেকে তৎক্ষণাৎ মাইক্রোফোনের মাধ্যমে তা ঘোষণা করা হয়। বিডিও, আইসি এবং ডিএমদের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) জানান, সহায়তা কেন্দ্রকে সাথে নিয়ে প্রচার করুন। মানুষের কোনও অসুবিধা থাকলে তাঁদের বলুন সহায়তা কেন্দ্রে এসে সেই সমস্যা বলতে। মানুষকে সাহায্য করুন এতে আশীর্বাদ পাবেন।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version