Thursday, May 22, 2025

আসন্ন মরসুম শুরু হওয়ার আগে ইস্টবেঙ্গলকে(Eastbengal) সম্পূর্ণ নতুনভাবে সাজাচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। বিদেশি ফুটবলারদের ক্ষেত্রে যেমন বহু বদল আনছে তারা। তেমনই দেশীয় ফুটবলারদের ক্ষেত্রেও বেশ কিছু বদলের ভাবনা রয়েছে। এবার নন্দাকুমার(Nandhakumar) এবং নিশু কুমারকেও(Nishu Kumar) ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল(Eastbengal)। গত মরসুমে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি এই দুই ফুটবলার। এমনকি অস্কারেরও নজর কাড়তে পারেনি তারা। শেষপর্যন্ত নন্দা(Nandha Kumar) এবং নিশু কুমারকে(Nishu Kumar) ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই মুহূর্তে বিদেশি ফুটবলার নেওয়ার দিকেই বিশেষ নজর দিয়েছে ইস্টবেঙ্গল। তবে সেইসঙ্গে দেশীয় ফুটবলারের খোঁজও চলছে। গত মরসুমে বারবারই নিশু কুমারের জন্য ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে(Eastbengal)। সেইসঙ্গে নন্দারও খারাপ পারফরম্যান্স দলের রক্ষণকে সমস্যায় ফেলেছে। এবার সেই কারণেই নাকি এই দুই ফুটবলারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের তরফে।

ইতিমধ্যে নাকি এই দুই ফুটবলারকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েও দেওয়া হয়েছে। সূত্রের খবর সুপার কাপ শেষ হওয়ার পরই নাকি নন্দাকুমার(Nandha Kumar) ও নিশু কুমারকে(Nishu Kumar) না রাখার ইঙ্গিত দিয়েছিলেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ। এরপরই ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল হয়ে আসেন থংবোই সিংটো। কোচের সঙ্গে নানান আলোচনা সেরেই নাকি দল গোছাচ্ছেন তিনিও। আর সেখানেই নন্দাকুমার এবং নিশু কুমার নেই।

Related articles

কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূলের প্রতিনিধি দল উপত্যকায়, বৈঠক ওমর আবদুল্লার সঙ্গে 

পহেলগাম সন্ত্রাস হামলার পরবর্তী সময়ে কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছাল উপত্যকায়। সীমান্তবর্তী...

পরিযায়ী শ্রমিকদের প্রতি বিশেষ নজর মুখ্যমন্ত্রীর

বাংলার বিভিন্ন শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। বাংলায় ফিরে এলে তাদের যাতে কোনওরকম...

শিক্ষকদের মতো আচরণ করুন! আন্দোলনকারী শিক্ষকদের বললেন বিচারপতি

বিকাশ ভবনে অবস্থানকারী শিক্ষকদের মুখ পুড়ল হাইকোর্টে। বুধবার একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট বার্তা দিয়ে বলেন,...

শুরু হচ্ছে ডিজিটাল ব্যবস্থা! রাজ্য সরকারি কর্মীদের বেতন-পেনশন বিল এবার অনলাইনেই

রাজ্য সরকারি কর্মীদের বেতন, বকেয়া ও মাসিক পেনশন বিল জমার প্রক্রিয়ায় আসছে বড়সড় পরিবর্তন। এবার থেকে এইসব বিল...
Exit mobile version