Thursday, August 21, 2025

আইপিএল(IPL) শেষেই অস্ত্রোপচার রোহিত শর্মার(Rohit Sharma)! সবকিছু ঠিকঠাক চললে এমনটাই হতে চলেছে। শোনা যাচ্ছে এই আইপিএল(IPL) শেষ হলেই নাকি হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচার করাতে পারেন রোহিত শর্মা। তাঁর ঘনিষ্ঠমহল থেকে এমন কথাবার্তাই শোনাযাচ্ছে। হ্যামস্ট্রিংয়ের এই চোটের কারণেই বেশ কয়েকদিন ধরে দীর্ঘ সময় ধরে খেলার ব্যাপারে সমস্যা হচ্ছে রোহিত শর্মার(Rohit Sharma)। তাঁকে নিকে সমালোচনাও হচ্ছে বিস্তর। এবার শোনা যাচ্ছে সেই সমস্যা সমাধানের লক্ষ্যেই এগোচ্ছেন ভারতীয় ক্রিকেটের দ্য হিটম্যান।

আইপিএল চলার মাঝেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। আগামী মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘ সফরে যাচ্ছে ভারতীয় দল। যদিও রোহিত শর্মাকে আর সাদা জার্সিতে দেখা যাবে না। সেই সময়টাই এবার কাজে লাগাতে চাইছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। কারণ সামনেই রয়েছে একদিনের বিশ্বকাপ। সেই লক্ষ্যে এখন থেকেই নিজেকে তৈরি করে ফেলতে চান হিটম্যান। ২০২৭ সালে রয়েছে ওডিআই বিশ্বকাপ(2027 Odi World Cup)।

টি টোয়েন্টির পর, টেস্ট থেকেও অবসর নিয়ে ফেলেছেন রোহিত শর্মা। এখন শুধু ওডিআই ফর্ম্যাটেই রয়েছেন রোহিত। কার্যত ওডিআই বিশ্বকাপ খেলাই এখন রোহিত শর্মার প্রধান লক্ষ্য। সেই কারণেই নিজের পারফরম্যান্সে কোনওরকমের খামতি রাখতে চাননা রোহিত শর্মা। এই মুহূর্তে হ্যামস্ট্রিংয়ের চোটটাই বেশ ভোগাচ্ছে রোহিত শর্মাকে। যার ফলে মাঠেও বেশ সমস্যায় পড়ছেন তিনি। তাঁকে সমালোচনার সামনেও পড়তে হচ্ছে।

এমন পরিস্থিতিতেই তিনি যখন সময় পেয়েছেন, সেই সময়টাই অস্ত্রোপচার করিয়ে ফেলতে চাইছেন রোহিত। ওডিআই বিশ্বকাপ জেতাটাই এখন রোহিত শর্মার প্রধান লক্ষ্য। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version