Wednesday, November 5, 2025

কলকাতা থেকে আহমেদাবাদে সরে গিয়েছে আইপিএল(IPL) ফাইনাল। বিসিসিআই(BCCI) বিবৃতি দিয়ে সেই কারণও জানিয়েছে দিয়েছে। এরইমাঝে হঠাত্ করে একটি মিথ্যা পোস্ট সুকান্ত মজুমদারের(Sukanta Majumdar)। ম্যাচ বিসিসিআই কেন সরিয়েছে, তা না বুঝেই সোশ্যাল মিডিয়াতে রাজ্য সরকারকে দোষারোপের কাজটা করা শুরু করেছিলেন সুকান্ত। যদিও কিছুক্ষণের মধ্যেই বিজেপি সভাপতির এই মিথ্যাচারের পর্দা ফাঁস করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা(Shashi Panja)। বিসিসিআই আবহাওয়ার কারণ দেখিয়ে ম্যাচ সরিয়েছে। আর সুকান্ত কোনও কিছু না জেনেই সমালোচনায় নেমে পড়েছিলেন। তাঁকে বিসিসিআইয়ের সেই বিবৃতিটি দিয়েই ভালভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন শশী পাঁজা(Shashi Panja)।

বিসিসিআইয়ের(BCCI) ম্যাচ সরানোর সেই নোটিশ দিয়েই জবাবটা দিয়েছেন শশী পাঁজা। ম্যাচ সরিয়ে নেওয়ার কারণটা যে কী সেটাই ভাল করে বিজেপির রাজ্য সভাপতিকে বুঝিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। গত মঙ্গলবারই সরকারীভাবে বিবৃতি দিয়ে আইপিএলের ফাইনাল ও একটি প্লেঅফের ম্যাচ ইডেন গার্ডেন্স থেকে সরানোর কথা ঘোষণা করে দিয়েছিল বিসিসিআই।

সেখানে কেন ইডেন থেকে সরানো হচ্ছে সেটাও জানানো হয়েছিল তাদের তরফ থেকে। আগামী ৩ জুন ইডেন গার্ডেন্সে আইপিএলের ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় বৃষ্টির পূর্বাভাস থাকার ফলেই এই ম্যাচ সরানোর ঘোষণা করেছিল বোর্ড। কিন্তু সুকান্ত মজুমদার সেই কথা না জেনেই রাজ্য সরকার এবং প্রশাসনকে দোষারোপ করতে থাকেন। এরপর সোশ্যাল মিডিয়াতে বিসিসিআইয়ের সেই বিবৃতি দিয়ে সুকান্ত মজুমদারকে জবাবটা দিয়েছেন রাজ্যের মন্ত্রী শশা পাঁজা। তিনি লিখেছেন, “সবকিছুকেই একটা রাজনৈতিক আকার দিতে খুবই ভালবাসেন। বিসিসিআইয়ের দেওয়া বিবৃতিটা আপনাকে অপদস্থ হওয়া থেকে বাঁচাতে পারে। তারা কারণ হিসাবে আবহাওয়াকে দেখিয়েছে, কখনোই রাজ্য সরকারকে নয়”।

আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার পর থেকেই ইডেন গার্ডেন্স থেকে ম্যাচ সরে যাওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল। শেষপর্যন্ত সেটাই হয়েছে। আইপিএলের ফাইনাল ইডেনের পরিবর্তে এবার হবে আহমেদাবাদে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version