Thursday, May 22, 2025

আমার মায়ের বাড়ি এসেছি: ছবি মুক্তির আগে দক্ষিণেশ্বরে আবেগাপ্লুত কাজল

Date:

লক্ষ্মীবারের সকালে দক্ষিণেশ্বর মন্দির চত্বর জুড়ে একটু অচেনা ব্যস্ততা আর নিরাপত্তার কড়াকড়ি দেখে মন্দিরে পুজো দিতে আসা সকলেই বুঝেছিলেন কোনও ভিআইপি আসতে চলেছেন। পুজোর ডালি হাতে লাইনে দাঁড়িয়েও বারবার চোখ চলে যাচ্ছিল মূল ফটকের দিকে। কিছুক্ষণের মধ্যেই হাসিমুখের হাজির বলিউড অভিনেত্রী কাজল (Kajol)। পরনে পিচ রঙা শাড়ি। আদ্যোপান্ত বাঙালি লুক। গঙ্গার পূর্ব পাড়ের রোদের তীব্রতা যেন নিমেষে হারিয়ে গেল তনুজা-কন্যার একগাল হাসির ছোঁওয়ায়। ‘মা’ (Maa)ছবি মুক্তির আগে ঝটিকা সফরে কলকাতায় এসে দক্ষিণেশ্বর মন্দিরে (Dakshineswar Temple)মা ভবতারিণীর কাছে পুজো দিলেন কাজল। বললেন, ‘কলকাতায় এলেই মনে হয় মায়ের বাড়ি এলাম’।

বলিউড অভিনেত্রী শহরে পা রেখেন বুধবার রাতেই। পরিচালক বিশাল পুরিয়ার আসন্ন ছবি ‘মা’-তে কাজলকে মুখ্য ভুমিকায় দেখা যাবে। তার আগে মায়ের দর্শন করে গেলেন ‘সিমরন’। কাজলকে দেখে অনুরাগীদের বাঁধভাঙা উচ্ছ্বাস সামলাতে হিমসিম খেতে হয় তাঁর দেহরক্ষীদের। দক্ষিণেশ্বরের গর্ভগৃহে পুজো দিলেন, ধূপ দিয়ে আরতি করলেন কিছুক্ষণ। মন্দির থেকে বেরিয়ে সেখানে অল্প সময়ের জন্য দাঁড়িয়ে রইলেন। তাঁর অনুভূতির কথা জিজ্ঞেস করতেই একগাল হেসে বললেন, “মন্দিরে এসে মনে হচ্ছে নিজের মায়ের কাছে এসেছি। মায়ের কাছে প্রার্থনা করলাম। আশীর্বাদ নিলাম। আমার আগামী ছবি ‘মা’ স্পিরিচুয়াল হরর। ছবিতে খুব দৃঢ় একটি চরিত্রে অভিনয় করেছি। আশা করছি সকলের ভাল লাগবে।”

গত বছরই শান্তিনিকেতন ও দক্ষিণেশ্বরে গিয়ে ভৌতিক ছবি ‘মা’-এর শুটিং শেষ করেছেন। সেই সময়ও আউশগ্রাম থেকে শুটিং সেরে ফিরে মা তনুজা এবং ছেলে যুগকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিয়েছিলেন কাজল। এদিন ভবতারিণী মন্দিরে পুজো দেওয়ার পর সেখান থেকেই বিমানবন্দরের দিকে রওনা দেন তনুজা কন্যা। কাজল ছাড়াও ‘মা’ ছবিতে দেখা যাবে খুদে অভিনেত্রী রূপকথা চক্রবর্তীকে। তাঁকে ভূতের চরিত্রে দেখা যাবে। আগামী সপ্তাহেই মুক্তি পাবে এই ছবির প্রথম ঝলক। হিন্দি, বাংলা, তামিল, তেলুগু মোট চার ভাষায় সিনেমা মুক্তি পাবে ২৭ জুন।

 

 

Related articles

সৃঞ্জয়ের পর দেবাশিস, দলবদলু প্রসূন!

মাঠের লড়াইয়ের পর এবার ক্লাবের নির্বাচনের লড়াইয়েও দল বদলু প্রসূন বন্দ্যোপাধ্যায়(Prasun Banerjee)। না আমরা বলছি না। বৃহস্পতিবার প্রসূন...

বইপ্রেমীদের জন্য সুখবর, অ্যাক্রোপলিস মলে পাঁচ দিন ব্যাপি বইমেলার আয়োজন

শহর কলকাতার আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রিয় বইয়ের গন্ধে এবার মাতোয়ারা অ্যাক্রোপলিস মল। ভরা গ্রীষ্মে বইমেলার আয়োজন, উদ্যোগে...

নির্বাচনে সচিবের পদে টুটু বোস লড়লে, আমি সরে দাঁড়াব: দেবাশিস

মোহনবাগান(Mohunbagan) নির্বাচনের দামামা বেজে গিয়েছে। দুই পক্ষই নেমে পড়েছে জোর প্রচারে। বৃহস্পতিবার ইস্তাহার প্রকাশ করেছে মোহনবাগানের শাসক গোষ্ঠী।...

পঞ্চদশ অর্থ কমিশন: কেন্দ্রের কাছে প্রথম কিস্তির ১,৭০০ কোটি টাকা দাবি রাজ্যের

চলতি অর্থবর্ষের শুরুতেই পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দের প্রথম কিস্তি হিসেবে কেন্দ্রের কাছে প্রায় ১,৭০০ কোটি টাকার দাবি জানাতে...
Exit mobile version