Saturday, November 8, 2025

বইপ্রেমীদের জন্য সুখবর, অ্যাক্রোপলিস মলে পাঁচ দিন ব্যাপি বইমেলার আয়োজন

Date:

শহর কলকাতার আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রিয় বইয়ের গন্ধে এবার মাতোয়ারা অ্যাক্রোপলিস মল। ভরা গ্রীষ্মে বইমেলার আয়োজন, উদ্যোগে কিতাব লাভার্স। তারা হাজির জনপ্রিয় অফার ‘লোড দ্য বক্স’ নিয়ে। ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত পাঁচদিনব্যাপী এই বইমেলা চলবে। সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বইয়ের মাঝে হারিয়ে যাওয়ার সুযোগ থাকছে সব বয়সীদের। উপন্যাস, রহস্য, রোমান্স, ক্লাসিক, এবং নন-ফিকশনের ডালি সাজিয়ে দশ লক্ষের বেশি বইয়ের সমাহার থাকছে। মেলাটি একটি লাইব্রেরির মতো সাজানো হয়েছে যা নিঃসন্দেহে নান্দনিক সৌন্দর্য বাড়িয়েছে।

এই মেলার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ‘লোড দ্য বক্স’ নামক এর সৃজনশীল বিষয়। বইপ্রেমীরা একটি বাক্স কেনার পর এবং তাঁদের ইচ্ছামতো যত খুশি বই দিয়ে তা ভর্তি করতে পারবেন। তবে বই গুলি বাক্স বন্দি করতে মানতে হবে একটি শর্ত। বাক্সতে বই ভর্তি করার পর বাক্স পুরোপুরি বন্ধ করতে হবে। এই বইমেলায় থাকছে নতুন বই এর আবিষ্কার এবং গল্প সংগ্রহ করার আনন্দ। তিনটি বাক্সের মধ্যে রয়েছে – মানি সেভার বাক্স – ১,২০০ ( এই বাক্সে প্রায় ১০-১৩টি বই ধরে), ওয়েলথ বাক্স – ২,২০০ (এই বাক্সে প্রায় ১৭-২০টি বই ধরে), ট্রেজার বাক্স – ৩,০০০ (এই বাক্সে প্রায় ৩০-৩৩টি বই ধরে)। কিতাব লাভার্সের সহ-প্রতিষ্ঠাতা আর.কে. শঙ্কর অ্যাক্রোপলিস মলের এই বইমেলা সম্পর্কে বলেন “আমাদের একাদশতম কলকাতা বইমেলা সাহিত্যকে গুরুত্ব দেয়। অ্যাক্রোপলিস মলকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। মার্লিন গ্রুপের কর্পোরেট জেনারেল ম্যানেজার – হসপিটালিটি অ্যান্ড মল, শুভদীপ বসু বলেন, “অ্যাক্রোপলিস মলে, আমরা আমাদের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ এবং উদ্ভাবনী অনুষ্ঠান আয়োজন করতে পেরে আনন্দিত। বর্তমানে বাচ্চা থেকে যুবক- ক্রমবর্ধমানভাবে ভার্চুয়াল জগতে নিমজ্জিত হওয়ার সাথে সাথে বই পড়ার ঝোক কমছে। এই বইমেলা মনোযোগ, কল্পনা, এবং অধ্যয়ন বিকাশের দিকে একটি শক্তিশালী পদক্ষেপ বলে মনে করি। আমরা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পেরে খুশি।”

 

Related articles

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...
Exit mobile version