Thursday, May 22, 2025

ন্যক্কারজনক: মহিলা কর্মীকে গণধর্ষণের পরে মুখে প্রস্রাব-বিষাক্ত ইঞ্জেকশন বিজেপি বিধায়কের! নিন্দা তৃণমূলের

Date:

Share post:

চূড়ান্ত ন্যক্কারজনক ঘটনা! কর্নাটকে (Karnatak) নিজেরই দলের মহিলা কর্মীকে গণধর্ষণ, মুখে প্রস্রাব করে দেওয়া ও বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি বিধায়ক মুনিরত্ন এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। আরএমসি ইয়ার্ড থানায় বিজেপি বিধায়ক মুনিরত্নের বিরুদ্ধে এই অভিযোগে FIR দায়ের করেন দলেরই এক মহিলা কর্মী৷

নির্যাতিতার অভিযোগ, গত বছর ১১ জুন মুনিরত্নর সঙ্গীরা কাজের কথা বলে একটি গাড়িতে করে তাঁকে বিধায়কের মাথিকেরের অফিসে নিয়ে যান। পৌঁছনোর পরই BJP বিধায়ক এবং তাঁর দুই সঙ্গী মিলে তাঁকে নগ্ন করে ধর্ষণ করেন। বাধা দিলে তাঁর ছেলের প্রাণহানির হুমকিও দেওয়া হয়। লিখিত অভিযোগে জানিয়েছেন, বিধায়কের দুই সঙ্গী তাঁকে গণধর্ষণ করার পর মুনিরত্ন তাঁর মুখে প্রস্রাব করে দেন৷ এখানেই শেষ নয়, আরও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঘরে ঢুকে বিধায়কের হাতে একটি সাদা বাক্স দেন। বাক্স থেকে একটি সিরিঞ্জ বের করে তাঁর শরীরে ইঞ্জেকশন দিয়ে দেন বিজেপি বিধায়ক৷ ইতিমধ্যেই মহিলার অভিযোগের ভিত্তিতে যশবন্তপুরের আরএমসি ইয়ার্ড থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি (গণধর্ষণ), ২৭০ (প্রাণঘাতী রোগের সংক্রমণ ছড়াতে পারে এমন মারাত্মক কাজ), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), ৩৫৪ (একজন মহিলার শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ), ৫০৪ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান), ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং ৫০৯ (একজন মহিলার শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে অঙ্গভঙ্গি বা কাজ) ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে।
আরও খবর: বিশ্বমঞ্চে পাক-মুখোশ খুলতে টোকিওর দূতাবাসে অভিষেক-সহ প্রতিনিধিরা, শুরু বিশেষ বৈঠক

এই ঘটনায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তীব্র আক্রমণ করে বলেন, এরা সব বেটি বাঁচাও, বেটি পড়াও-র স্লোগান দিয়ে বিধায়ক হয়েছে। আর সেই বিজেপির বিধায়কের বিরুদ্ধে গণধর্ষণ, মুখে প্রস্রাব ও শরীরে বিষাক্ত ইঞ্জেকশনের গুরুতর অভিযোগ। এখন কোথায় কেন্দ্রীয় মহিলা কমিশন? কেন এখন কমিশনে যাচ্ছে না? সেই পরিদর্শন কি শুধু অবিজেপি রাজ্যগুলির জন্য বরাদ্দ-তীব্র কটাক্ষ কুণালের। তিনি প্রশ্ন তোলেন, কর্নাটকের বিধায়কের উপর এই অভিযোগের কী ব্যবস্থা নিচ্ছে বিজেপি!

সিনেমার প্রোডিউসার হিসেবে স্বনামধন্য মুনিরত্ন কর্নাটকের (Karnatak) রাজারহেশ্বরী কেন্দ্র থেকে চার বার বিধায়ক নির্বাচিত হয়েছেন৷ তিনি এখনও ওই কেন্দ্রের বিধায়ক৷ অভিযোগকারিণী মহিলা বিজেপির একজন দলীয় কর্মী। এরকম গুরুতর অভিযোগ হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আরআর নগরের বিধায়কের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এই প্রথম নয়। ২০২৪ সালের ডিসেম্বরে, কর্নাটক পুলিশ ৪০ বছর বয়সী আরেক মহিলার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে। তিনি ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে বারবার যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে, বিবিএমপি’র একজন কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে মুনিরত্নকে অল্প সময়ের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। কিন্তু এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে যেই দলের কন্যাসন্তানের শিক্ষা ও সুরক্ষার প্রকল্প ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, সেই দলের নেতারাই দিনের পর দিন নারী নির্যাতনের দায়ে অভিযুক্ত হচ্ছেন এবং তাদের বিরুদ্ধে উঠছে ঘৃণ্য অভিযোগ।

spot_img

Related articles

নির্বাচনে সচিবের পদে টুটু বোস লড়লে, আমি সরে দাঁড়াব: দেবাশিস

মোহনবাগান(Mohunbagan) নির্বাচনের দামামা বেজে গিয়েছে। দুই পক্ষই নেমে পড়েছে জোর প্রচারে। বৃহস্পতিবার ইস্তাহার প্রকাশ করেছে মোহনবাগানের শাসক গোষ্ঠী।...

পঞ্চদশ অর্থ কমিশন: কেন্দ্রের কাছে প্রথম কিস্তির ১,৭০০ কোটি টাকা দাবি রাজ্যের

চলতি অর্থবর্ষের শুরুতেই পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দের প্রথম কিস্তি হিসেবে কেন্দ্রের কাছে প্রায় ১,৭০০ কোটি টাকার দাবি জানাতে...

অমৃত ভারতের প্রকল্পের আওতায় রাজ্যের তিন স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন মোদির

অমৃত ভারত প্রকল্পের (Amrit Bharat Station Scheme)আওতায় ২৫ হাজার কোটি টাকা খরচ করে ৬৫০টি স্টেশন নতুন করে সাজানোর...

ফের বাংলাকে বঞ্চনা, ইডেনে ম্যাচ সরানো রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিতঃ অরূপ

আইপিএলের(IPL) ফাইনাল কলকাতা থেকে আহমেদাবাদে সরানোর সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ বাংলার ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Arup Biswas)। এদিন বিসিসিআই(BCCI) ও...