Monday, August 11, 2025

বড়বাজারের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে (Barabazar fire) ১৫ জনের মৃত্যু ও রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনার পর বড় পদক্ষেপ করল রাজ্য সরকার (Govt of WB)। অগ্নিকাণ্ড প্রতিরোধে এবার রাজ্য ও জেলা স্তরে গঠিত হল বিশেষ পরিদর্শন কমিটি। হোটেল, কারখানা, বহুতল— সব জায়গার অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখবে এই কমিটি।

নবান্নের (Nabanna) তরফে জারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি একাধিক অগ্নিকাণ্ডে প্রাণহানি ও সম্পত্তি ক্ষতির প্রেক্ষিতে এই উদ্যোগ। রাজ্য স্তরের কমিটিতে থাকছেন ১৫ জন সদস্য, যার নেতৃত্বে রয়েছেন কলকাতা পুরসভার মেয়র। কমিটিতে রয়েছেন পুলিশ কমিশনার (CP), বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান সচিব-সহ আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা।জেলা স্তরের কমিটিতে সদস্য থাকছেন ৯ জন। নেতৃত্বে জেলাশাসক, সঙ্গে থাকবেন পুলিশ সুপারও। রাজ্য কমিটির সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নিতে হবে জেলা কমিটিকে। প্রতি মাসে অগ্রগতি রিপোর্ট পাঠাতে হবে রাজ্য সরকারকে।এই কমিটিগুলি হঠাৎ করে যেকোনও জায়গায় পরিদর্শনে যেতে পারবে। কলকাতা পুরনিগম (KMC) এলাকাও রাজ্য কমিটি সরাসরি পরিদর্শন করতে পারবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। রাজ্যের এই পদক্ষেপে আগাম সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থার বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে বলে মনে করছে প্রশাসনিক মহল।

 

Related articles

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...

বারবার মিছিল-মিটিংয়ের অনুমতি চেয়ে মামলায় বিরক্ত বিচারপতি! শুভেন্দুর সভার অনুমতি দিল না হাইকোর্ট

পুলিশ কোনও সভা বা মিছিল করার অনুমতি না দিলেই বিশেষত রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ...

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

রবি মরশুমে পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের, আশা দাম কমার 

রাজ্যে এ বছর রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন ৭ লক্ষ টন ছাড়িয়েছে—যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণেও...
Exit mobile version