Wednesday, November 5, 2025

পাকিস্তান সন্ত্রাসবাদের পাগলা কুকুর পালন করছে: তোপ অভিষেকের, মুগ্ধ টোকিও

Date:

Share post:

“ভারত মাথানত করবে না। পাকিস্তানকে যে ভাষায় বোঝে সেই ভাষাতেই শিক্ষা দেওয়া প্রয়োজন। যদি সন্ত্রাস পাগলা কুকুর হয়, তবে পাকিস্তান তাকে লালন পালন করছে। বিশ্বে সকলকে একজোট হয়ে ওই লালন পালনকারীকে প্রতিরোধ করতে হবে। নইলে ওই লালন পালনকারী আরও পাগলা কুকুরের জন্ম দেবে”- টোকিওতে (Toko) বসবাসকারী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। পাকিস্তানের সন্ত্রাসবাদ আর পহেলগাম হামলার কথা বিশ্ববাসীকে জানাতে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে জাপানের টোকিওতে বিভিন্ন জায়গায় বৈঠক করছেন অভিষেকরা। সেখানেই শুক্রবার প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় অভিষেক বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু যখন দেশের কথা আসে, তখন আমাদের মধ্যে কোনও বিরোধ নেই, আমরা এক। অভিষেকের বক্তব্য শুনে মুগ্ধ টোকিওর প্রবাসীরা।

পহেলগাম (Pahalgam) হামলা এবং তার পরবর্তী সময় POK এবং পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার বিষয় অভিষেক বলেন, পহেলগাম সন্ত্রাসের পর ভারতের প্রতিক্রিয়া ছিল স্পষ্ট। আমরা ন্যায়বিচারের আশায় দু-সপ্তাহ অপেক্ষা করেছিলাম। কিন্তু যখন সেই আশায় বিশ্বাসঘাতকতা করা হয়েছিল, তখন ভারত নির্ভুলভাবে প্রতিক্রিয়া জানায়।” তৃণমূল সাংসদ স্পষ্ট জানান, শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ধুলিস্যাৎ করা হয়েছে। একজনও সাধারণ নাগরিকের কোনও ক্ষতি হয়নি। এটাই ভারতের জাতীয় চরিত্রকে প্রতিফলিত করে।

টোকিওই বসবাসকারী ভারতীয়দের কাছে অভিষেকের আবেদন, “আমি প্রবাসীদের কেবল পহেলগাম সন্ত্রাসী হামলার ট্র্যাজেডির জন্য শোক প্রকাশ করার জন্য নয় বরং তাদের সম্প্রদায়ের মধ্যে এটি নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করেছি। কারণ সচেতনতা ন্যায়বিচারের দিকে প্রথম পদক্ষেপ।”পাকিস্তান সম্পর্কে বলতে গিয়ে অভিষেক বলেন, কেউ তাঁদের প্রতিবেশীদের বেছে নেন না। তবে আমরা দৃঢ়ভাবে দাঁড়াতে, ঐক্যবদ্ধ থাকতে এবং প্রমাণের সমর্থনে সত্য কথা বলতে বেছে নিতে পারি। এটাই সেই ভারত, যার উপর আমি বিশ্বাস করি, এবং আমরা সেবা করি।”

এরপরে দৃপ্ত কণ্ঠে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, “ভারত কখনও মাথানত করবে না, আমরা এখানে এই বার্তাই পৌঁছে দিতে এসেছি। আমরা মোটেও ভীত নই। আমি বিরোধী রাজনৈতিক দলের নেতা। পাকিস্তানকে যে ভাষায় বোঝে সেই ভাষাতেই শিক্ষা দেওয়া প্রয়োজন। যদি সন্ত্রাস পাগলা কুকুর হয়, তবে পাকিস্তান তাকে লালন পালন করছে। বিশ্বে সকলকে একজোট হয়ে ওই লালন পালনকারীকে প্রতিরোধ করতে হবে। নইলে ওই লালন পালনকারী আরও পাগলা কুকুরের জন্ম দেবে। ভারত দায়বদ্ধ তাকে শিক্ষা দিতে।” কীভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াল ভারত- সে বার্তা পাকিস্তানের কাছে পৌঁছে দিতে সোশাল মিডিয়াকে কাজে লাগানোর আর্জি জানান অভিষেক। প্রবাসী ভারতীয়দের তিনি বলেন, আপনারা দেশের থেকে দূরে থেকেও সব বিষয় ভারতকে অন্তরে নিয়ে চলেছেন। এই সময় আপনাদের সমর্থনা প্রয়োজন। অভিষেকের বক্তব্যে মুগ্ধ টোকিও প্রবাসীরা।

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...