Tuesday, November 4, 2025

৩২ বছরে অন্যায়ের ‘প্রতিশোধ’, CBI আধিকারিককে তির মারলেন প্রৌঢ়!

Date:

সেসময় সিবিআই-কে সাহায্য করেছিলেন অপরাধী ধরে দিতে। তাঁর জন্য রেলের দুর্নীতির পর্দা ফাঁস হয়েছিল, দাবি রেলের প্রাক্তন গ্যাংম্যানের (gangman)। তাও তাঁকে চাকরি হারাতে হয়েছিল। হন্যে হয়ে এই ৩২ বছর ধরে খুঁজছিলেন সেই ‘অপরাধী’ সিবিআই (CBI) আধিকারিককে। শেষ পর্যন্ত লক্ষ্ণৌতে তাঁকে খুঁজে পেতেই তির (arrow) মারলেন দীনেশ মুর্মু। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু এই কাণ্ড বাঁধিয়ে অপরাধবোধে আদৌ ভুগছেন না প্রাক্তন রেল কর্মচারি। তাঁর তির মারার সেই রোমহর্ষক ঘটনা গোটাটাই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে (CCTV footage)। ঘটনায় গুরুতর আহত সিবিআই-এর এএসআই-কে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

১৯৯৩ সালে রেলের একটি দুর্নীতির (railway corruption) তদন্ত করছিল সিবিআই। সেই সময় বিহারের মুঙ্গেরে রেলের গ্যাংম্যান (gangman) ছিলেন দীনেশ মুর্মু। দুর্নীতি ফাঁস করতে সাহায্য করেছিলেন বলে দাবি দীনেশের। কিন্তু তদন্তের শেষে অপরাধীরা শাস্তি পাওয়ার পাশাপাশি চাকরি হারান দীনেশ। সেই সঙ্গে ধ্বংস হয় তাঁর পরিবার ও সম্মান। তখন থেকেই প্রতিশোধের অপেক্ষা করছিলেন তিনি।

এর আগে ২০০৫ সালে দিল্লিতে সিবিআই (CBI) দফতরে আধিকারিকদের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ান তিনি। তবু থেমে থাকেননি। ২০১৫ সালে ফের জৌনপুরে সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করতে গিয়ে জৌনপুর রেলস্টেশনে আরপিএফ কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়ান। শেষ পর্যন্ত খোঁজ পান লক্ষ্ণৌতে হজরতগঞ্জ সিবিআই দফতরে রয়েছেন তাঁর চোখে ‘অপরাধী’ আধিকারিক এএসআই বীরেন্দ্র সিং।

যেমন ভাবা তেমন কাজ। হজরতগঞ্জের দফতরের বাইরে লোহার তির-ধনুক (bow and arrow) নিয়ে বীরেন্দ্র সিংকে আক্রমণ করে দীনেশ। একটি লোহার তির (arrow) সিবিআই আধিকারিকের বুকে গেঁথে যায়। তাঁকে লক্ষ্ণৌ হাসাপাতালে ভর্তি করা হয়। দফতরের বাইরে পুলিশ ও সিবিআই কর্মীরা ধরে ফেলেন দীনেশকে। ধরা পড়ে দীনেশের দাবি, তিনি প্রতিশোধ নিয়েছেন। পুরাণ মেনে তাই তির মেরেই অপরাধীকে শাস্তি দিয়েছেন।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version