Wednesday, November 12, 2025

চিপস-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! ‘সুইসাইড নোটে’র লেখা নিয়ে সন্দেহ পুলিশের

Date:

চিপস(Chips) চুরির বদনামের জেরে পাঁশকুড়ায় সপ্তম শ্রেণির ছাত্রের আত্মহত্যার অভিযোগ। তাই ঘিরে চাঞ্চল্য রাজ্য জুড়ে। মিলেছে কৃষ্ণেন্দু দাসের(Krishnendu Das) ‘সুইসাইড নোট’ও। কিন্তু সেই নোটের হাতের লেখাই এখন ভাবাচ্ছে পুলিশকে। কারণ পাঁশকুড়ায় সপ্তম শ্রেণির ছাত্রর ‘সুইসাইড নোট’-এ যে হাতের লেখায় তার নাম, ক্লাস লেখা রয়েছে তার সঙ্গে তার বয়ান লেখার হস্তাক্ষর এক নয় বলেই মনে করছে পুলিশ। এমনকী, দুটি লেখার কালিও আলাদা বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

১৮ মে কুড়কুড়ে কিনতে দোকানে গিয়েছিল কৃষ্ণেন্দু দাস(Krishnendu Das)। পরিবারের দাবি, দোকানে কাউকে না পেয়ে সামনে পড়ে থেকে চিপসের প্যাকেট কুড়িয়ে নিয়ে চলে আসে সে। পরবর্তী সময়ে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ওই কিশোর প্যাকেটটি কুড়িয়েই পায়। অভিযোগ, দোকানের মালিক তথা সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিত বাইক নিয়ে কৃষ্ণেন্দুকে ধাওয়া করেন। পরে প্রকাশ্যে ‘চোর’ বলে অপবাদ দিয়ে, কান ধরে ওঠবোস করান। এমনকী, কিশোরের মা সুমিত্রাকেও ঘটনাস্থলে ডেকে পাঠানো হলে তিনিও ছেলেকে বকাঝকা করেন।

অভিযোগ, সেদিনই বাড়ি ফিরে ওই সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে অভিমানী কৃষ্ণেন্দু। ওই ঘটনায় শুভঙ্কর দীক্ষিত ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন কৃষ্ণেন্দুর মা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ দেখে, ‘সুইসাইড নোট’ হিসেবে দাবি করা চিরকুটটির উপরের অংশে লেখা রয়েছে— ‘কৃষ্ণেদু দাস’, ‘রোল-১৬’, ‘শ্রেণি-সপ্তম’। নীচের অংশে লেখা: “মা আমি বলে যাচ্ছি যে আমি কুড়কুড়েটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম চুরি করিনি।“

তদন্তকারীরা মনে করছেন, কাগজের উপরের ও নীচের অংশের লেখায় পার্থক্য রয়েছে। শুধু কালি নয়, বানান ও হাতের লেখাতেও অসঙ্গতি রয়েছে। কৃষ্ণেন্দুর নামের বানানও ভুল লেখা আছে। পুলিশের ধারণা, এই চিরকুট ভুয়ো হতে পারে বা কারসাজি করে সাজানো হয়েছে। এই বিষয়ে সঠিক জানতে হস্তলেখা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হবে।

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version