Thursday, August 21, 2025

আদিবাসী মহিলার যৌনাঙ্গে রড! ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে গণধর্ষণে মৃত্যু দুই সন্তানের মায়ের

Date:

গণধর্ষণের পৈশাচিক ঘটনা মনে করালো দিল্লির অভয়াকে। আদিবাসী মহিলাকে গণধর্ষণ করার পর যৌনাঙ্গে রড, লাঠি ঢুকিয়ে অত্যাচারের ঘটনা মধ্যপ্রদেশের (Madhyapradesh) খান্ডোয়া জেলায়। যে নারী নিরাপত্তা নিয়ে বিজেপি নেতারা গর্ব করেন, সেই ডবল ইঞ্জিন রাজ্যে নারী কিভাবে লালসার শিকার তার উদাহরণ তুলে ধরল মধ্যপ্রদেশের আদিবাসী (tribal) মহিলার গণধর্ষণ (gang rape) ও মৃত্যুর ঘটনা। সেই সঙ্গে আইন শৃঙ্খলার জঙ্গলরাজের ছবিও স্পষ্ট এই ঘটনায়।

মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার খালুয়া গ্রামের এক মহিলা শুক্রবার রাতে স্থানীয় একটি বিয়ে বাড়িতে অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে আদিবাসী কুরকু সম্প্রদায়ের ওই মহিলা রাতের অন্ধকারে অন্য এক অতিথিকে এগিয়ে দিতে মাঠের দিকে যান। সারারাত তিনি বাড়ি না ফেরায় পরিবারের অন্যান্যরা ভাবেন তিনি ওই আত্মীয়ার বাড়িতে থেকে গিয়েছেন।

শনিবার সকালে বাড়ির কাছে মানুষের গোঙানির শব্দ পেয়ে নির্যাতিতা মহিলার মেয়ে বাইরে বেরিয়ে আসে। সে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। নির্যাতিতা (gang rape victim) অজ্ঞান হওয়ার আগে জানান, তাঁর সঙ্গে গুরুতর কিছু হয়েছে। তার জন্য দায়ী সুনীল ও হরি নামে দুই প্রতিবেশী। এরপরই তিনি সংজ্ঞা হারান।

শনিবার দুপুরে ঘরেই তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে তাঁর আঘাতের অবস্থা বুঝতে পারেনি। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠালে দেখা যায় তাঁর যৌনাঙ্গ ছিড়ে গিয়েছে। আঘাত এতটাই গুরুতর যে ভিতর থেকে শরীরের অংশ বেরিয়ে এসেছিল। প্রবল রক্তক্ষরণেই তাঁর মৃত্যু হয় বলে চিকিৎসকদের অনুমান।

এই ঘটনায় হরি পালভি এবং সুনীল কুরকু নামে দুই ব্যক্তির নামে অভিযোগ দায়ের হয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। কিন্তু দুই সন্তানের মা আদিবাসী মহিলার (tribal woman) নিরাপত্তা নিয়ে এই ঘটনার পরে প্রশ্ন তুলেছেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের দাবি, এই ঘটনা আদিম যুগের ‘জঙ্গল রাজ’কেও ছাপিয়ে গিয়েছে। আইন শৃঙ্খলার ভয় যেখানে থাকে না সেখানেই এমন পৈশাচিক ঘটনা মহিলাদের সঙ্গে ঘটতে পারে, দাবি বিরোধীদের।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version