Thursday, August 21, 2025

এবার দিল্লিতে SSC আন্দোলন: রিভিউ পিটিশনের খসড়ায় সন্তুষ্ট শিক্ষকদের দাবি ‘রিপ্যানেলিং’

Date:

নতুন করে কোনও পরীক্ষায় বসবেন না। OMR শিটের ভিত্তিতে পুনর্বহালের দাবিতে এবার দিল্লিতে আন্দোলন করতে চান চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। সোমবার, শিক্ষাসচিব বিনোদ কুমারের সঙ্গে টানা দু’ঘণ্টা ধরে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারীরা দাবি জানান, CBI যে OMR শিট উদ্ধার করেছে, তার উপর ভিত্তি করেই ‘রিপ্যানেলিং’ (Repaneling) করতে হবে। তাঁরা অভিযোগ করেছেন, আদালত তাঁদের প্রতি সুবিচার করেনি। বারবার আন্দোলন করেও চাকরিহারা শিক্ষকরা সরকারের থেকেও কোনরকম আশার আলো দেখতে পাচ্ছেন না। তাই এবার দিল্লিতে (Delhi) গিয়ে আন্দোলন করবেন বলে জানান তাঁরা।

SSC-র ২০১৬ সালের প্যানেল সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীকে। নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু চাকরিহারাদের একাংশ নতুন কোনও পরীক্ষা দিতে রাজি নন। তাঁদের যুক্তি, পূর্ববর্তী ওএমআর শিটেই রয়েছে প্রকৃত উত্তীর্ণদের প্রমাণ। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি তোলা হয়েছে। আন্দোলনকারীদের দাবি ছিল, এই তথ্য সামনে এলেই প্রকৃত বিচার সম্ভব হবে।
আরও খবর‘ভুয়ো’ সংস্থার নামে বাঁকুড়ায় বাসিন্দাদের তথ্য সংগ্রহ! ধৃত ৫, ফের সতর্ক করলেন কুণাল

এদিন বিকাশ ভবনে হওয়া বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও সেই বিষয়গুলি প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারীরা। তবে তাঁরা জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকার যে রিভিউ পিটিশনের খসড়া সুপ্রিম কোর্টে জমা দিচ্ছে, তাতে আপাতত তাঁরা সন্তুষ্ট। তবে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা তাঁদের অবস্থানে অটল। তাঁরা জানান, “পরীক্ষা নয়, পুনর্বহাল চাই।” এ প্রসঙ্গে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি বৃন্দাবন ঘোষ জানান, “সুপ্রিম কোর্টের নির্দেশ ৩১ মে-র মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে। কিন্তু আমরা মানসিক বা শারীরিকভাবে আর পরীক্ষা দিতে তৈরি নই। মেধার বিচারে চাকরি পেয়েছি। নথি যাচাই হয়েছে বহুবার। রিভিউর মাধ্যমে আমাদের চাকরি নিশ্চিত করা হোক। যদি এবার তা না হয় তাহলে এই আন্দোলন শুধু কলকাতাতেই থেমে থাকবে না, এবার দিল্লিতেও।”

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version