Friday, August 29, 2025

এবার দিল্লিতে SSC আন্দোলন: রিভিউ পিটিশনের খসড়ায় সন্তুষ্ট শিক্ষকদের দাবি ‘রিপ্যানেলিং’

Date:

নতুন করে কোনও পরীক্ষায় বসবেন না। OMR শিটের ভিত্তিতে পুনর্বহালের দাবিতে এবার দিল্লিতে আন্দোলন করতে চান চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। সোমবার, শিক্ষাসচিব বিনোদ কুমারের সঙ্গে টানা দু’ঘণ্টা ধরে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারীরা দাবি জানান, CBI যে OMR শিট উদ্ধার করেছে, তার উপর ভিত্তি করেই ‘রিপ্যানেলিং’ (Repaneling) করতে হবে। তাঁরা অভিযোগ করেছেন, আদালত তাঁদের প্রতি সুবিচার করেনি। বারবার আন্দোলন করেও চাকরিহারা শিক্ষকরা সরকারের থেকেও কোনরকম আশার আলো দেখতে পাচ্ছেন না। তাই এবার দিল্লিতে (Delhi) গিয়ে আন্দোলন করবেন বলে জানান তাঁরা।

SSC-র ২০১৬ সালের প্যানেল সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীকে। নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু চাকরিহারাদের একাংশ নতুন কোনও পরীক্ষা দিতে রাজি নন। তাঁদের যুক্তি, পূর্ববর্তী ওএমআর শিটেই রয়েছে প্রকৃত উত্তীর্ণদের প্রমাণ। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি তোলা হয়েছে। আন্দোলনকারীদের দাবি ছিল, এই তথ্য সামনে এলেই প্রকৃত বিচার সম্ভব হবে।
আরও খবর‘ভুয়ো’ সংস্থার নামে বাঁকুড়ায় বাসিন্দাদের তথ্য সংগ্রহ! ধৃত ৫, ফের সতর্ক করলেন কুণাল

এদিন বিকাশ ভবনে হওয়া বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও সেই বিষয়গুলি প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারীরা। তবে তাঁরা জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকার যে রিভিউ পিটিশনের খসড়া সুপ্রিম কোর্টে জমা দিচ্ছে, তাতে আপাতত তাঁরা সন্তুষ্ট। তবে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা তাঁদের অবস্থানে অটল। তাঁরা জানান, “পরীক্ষা নয়, পুনর্বহাল চাই।” এ প্রসঙ্গে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি বৃন্দাবন ঘোষ জানান, “সুপ্রিম কোর্টের নির্দেশ ৩১ মে-র মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে। কিন্তু আমরা মানসিক বা শারীরিকভাবে আর পরীক্ষা দিতে তৈরি নই। মেধার বিচারে চাকরি পেয়েছি। নথি যাচাই হয়েছে বহুবার। রিভিউর মাধ্যমে আমাদের চাকরি নিশ্চিত করা হোক। যদি এবার তা না হয় তাহলে এই আন্দোলন শুধু কলকাতাতেই থেমে থাকবে না, এবার দিল্লিতেও।”

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version