Sunday, November 9, 2025

দেশবাসীকে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি পুরোটাই অসার। বিজেপি জামানার ১১ বছরে মোদির ভাঁওতা ভরা প্রতিশ্রুতি নিয়ে ১১টি প্রশ্ন ছুড়ে দিল তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস ১১ সওয়ালে তুলে ধরল মোদির মিথ্যাচারের এক একটি নমুনা। ছবি প্রকাশ করে তৃণমূল দেখিয়ে দিল ১১ বছরে জুমলার ১১টি সিঁড়ির উপর দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী। ক্যাপশনে ছন্দোবদ্ধ লেখা, জুমলায় ভরা মোদিজির সকল প্রতিশ্রুতি/ মূল্যবৃদ্ধি থেকে বাড়ে বেকারত্ব, রুপি হারায় গতি/ নেই নারী সুরক্ষা, থামেনি কৃষকের কান্না/ পুঁজিপতির ভৃত্য মোদিজিকে দেশের মানুষ চান না।

১১ বছরের ১১টি প্রশ্নে প্রথমেই তুলে ধরা হয়েছে মোদি জামানার জুমলার কথা। প্রধানমন্ত্রী হিসাবে মোদি ক্ষমতা এসেই প্রতিশ্রুতি দিয়েছিলেন কালো টাকা উদ্ধার করবেন, কৃষকদের আয় দ্বিগুণ করবেন, প্রতিটি মানুষের মাথায় পাকা ছাদ করে দেবেন, বছরে ২ কোটি বেকারের চাকরি দেবেন। এছাড়া আরও অনেক গালভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার কিয়দংশও তিনি পূরণ করতে পারেননি এই ১১ বছরে। মোদি সরকারের প্রতিশ্রুতি যে ফাঁপা, তা আজ স্পষ্ট হয়ে গিয়েছে দেশবাসীর কাছে। বিগত ১১ বছরে একটি প্রতিশ্রুতিও বাস্তবায়িত করতে পারেননি নরেন্দ্র মোদি। পরিসংখ্যান তুলে ধরে তৃণমূল সওয়াল করেছে, বছরে দু’কোটি বেকারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালে ক্ষমতায় এসেছিল মোদি সরকার।সেই চাকরি তো হয়ইনি। উল্টে মোদি জামানায় সরকারি চাকরিতে নিয়োগ ক্রমশ কমেছে। বেসরকারি ক্ষেত্রেও চাকরির দিশা দেখাতে পারেননি। মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া। ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাও হয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রতিটি গরিব মানুষের মাথার উপর ছাদ হয়নি। কালো টাকা উদ্ধারের লক্ষ্যে নোটবাতিলের সিদ্ধান্ত ব্যর্থ হয়েছে।

মোদি সরকার বিজ্ঞাপনেই খরচ করেছ, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প সত্ত্বেও নারীরা সুরক্ষায় নেই দেশে। ডাবল ইঞ্জিন রাজ্যে প্রতিনিয়ত চলেছে মহিলাদের প্রতি নির্যাতন। তারপর জাতিগত সন্ত্রাস, ধর্মীয় মেরুকরণ তো চলেছেই। কৃষকদের দুর্দশার পাশাপাশি টাকার দামে পতন, পুঁজিপতিদের প্রাধান্য, অর্থনৈতিক অবনমন তো হয়েই চলছে। সংবাদমাধ্যমের স্বাধিকারও খর্ব মোদি সরকারের আমলে। ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে মুখ পুড়েছে মোদি সরকারের।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version