Thursday, August 21, 2025

সদ্য ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট দল ঘোষণা হয়েছে। নতুন অধিনায়ক হয়েছেন শুভমন গিল(Shubman Gill)। গম্ভার-গিল জুটির কাজ এখনও শুরু হয়নি। কিন্তু তার আগেই মতবিরোধ! শোনা যাচ্ছে দল নির্বাচন বৈঠকে নাকি সাই সুদর্শনকে স্কোয়াডে রাখা নিয়ে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সঙ্গে মতবিরোধ দেখা শুভমন গিল(Shubman Gill) সহ কয়েকজন নির্বাচকের। যদিও শেষপর্যন্ত শুভমন গিলের সঙ্গে আলাদাভাবে প্রায় আধ ঘন্টার বৈঠকের পরই সাই সুদর্শনকে নেওয়ার ব্যপারে রাজি হন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir)।

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারতীয় দল। সেই নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। কিন্তু শোনা যাচ্ছে সেই দল নির্বাচনের সময়ই নাকি সাই সুদর্শনকে(Sai Sudarshan) নেওয়া নিয়ে একটা মত বিরোধ দেখা গিয়েছিল। বিশেষ করে এই তরুণ ক্রিকেটারকে নাকি স্কোয়াডে নেওয়ার একেবারেই ইচ্ছা ছিল না গৌতম গম্ভীরের।

যদিও শেষপর্যন্ত শুভমন গিলের সঙ্গে প্রায় আধঘন্টা আলোচনার পরই সাই সুদর্শনকে দলে নিতে রাজি হয়েছিলেন ভারতীয় দলের প্রধান কোচ। যদিও এমনটা একেবারেই প্রথম নয়। এর আগেও দল নির্বাচন নিয়ে বারবারই গৌতম গম্ভীরের সঙ্গে অধিনায়ক, নির্বাচকদের সঙ্গে মতোবিরোধ হতে দেখা গিয়েছে। এবারও নতুন কিছু নয়। কিন্তু প্রশ্নটা উঠছে, শুভমন গিল অধিনায়ক হিসাবে এখনও মাঠে নামেননি। তার আগেই কোচের সঙ্গে মতবিরোধ।

মাঠে নামার আগে এই ঘটনাটা খুব একটা ভালো চোখে দেখছেন না প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার কঠিন লড়াই ভারতীয় দলের। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version