Saturday, August 23, 2025

সদ্য ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট দল ঘোষণা হয়েছে। নতুন অধিনায়ক হয়েছেন শুভমন গিল(Shubman Gill)। গম্ভার-গিল জুটির কাজ এখনও শুরু হয়নি। কিন্তু তার আগেই মতবিরোধ! শোনা যাচ্ছে দল নির্বাচন বৈঠকে নাকি সাই সুদর্শনকে স্কোয়াডে রাখা নিয়ে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সঙ্গে মতবিরোধ দেখা শুভমন গিল(Shubman Gill) সহ কয়েকজন নির্বাচকের। যদিও শেষপর্যন্ত শুভমন গিলের সঙ্গে আলাদাভাবে প্রায় আধ ঘন্টার বৈঠকের পরই সাই সুদর্শনকে নেওয়ার ব্যপারে রাজি হন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir)।

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারতীয় দল। সেই নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। কিন্তু শোনা যাচ্ছে সেই দল নির্বাচনের সময়ই নাকি সাই সুদর্শনকে(Sai Sudarshan) নেওয়া নিয়ে একটা মত বিরোধ দেখা গিয়েছিল। বিশেষ করে এই তরুণ ক্রিকেটারকে নাকি স্কোয়াডে নেওয়ার একেবারেই ইচ্ছা ছিল না গৌতম গম্ভীরের।

যদিও শেষপর্যন্ত শুভমন গিলের সঙ্গে প্রায় আধঘন্টা আলোচনার পরই সাই সুদর্শনকে দলে নিতে রাজি হয়েছিলেন ভারতীয় দলের প্রধান কোচ। যদিও এমনটা একেবারেই প্রথম নয়। এর আগেও দল নির্বাচন নিয়ে বারবারই গৌতম গম্ভীরের সঙ্গে অধিনায়ক, নির্বাচকদের সঙ্গে মতোবিরোধ হতে দেখা গিয়েছে। এবারও নতুন কিছু নয়। কিন্তু প্রশ্নটা উঠছে, শুভমন গিল অধিনায়ক হিসাবে এখনও মাঠে নামেননি। তার আগেই কোচের সঙ্গে মতবিরোধ।

মাঠে নামার আগে এই ঘটনাটা খুব একটা ভালো চোখে দেখছেন না প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার কঠিন লড়াই ভারতীয় দলের। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version