Tuesday, November 4, 2025

আঞ্চেলোত্তি দায়িত্ব নেওয়ার পরই ব্রাজিল শিবিরে নেই নেমার

Date:

ব্রাজিলের(Brazil) দায়িত্ব নিয়েই বড় সিদ্ধান্ত কার্লো আঞ্চেলোত্তির(Carlo Ancelotti)। ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ দিলেন নেমারকে(Neymar)। আর তাতেই হতবাক বিশ্ব ফুটবলের বিশেষজ্ঞরা। প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তবে কী ব্রাজিলের এবার শেষ হতে চলেছে নেমার অধ্যায়। ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিরুদ্ধে ব্রাজিলের প্রাথমিক দলেই সুযোগ পেলেন নেমার(Neymar)। আঞ্চেলোত্তির হাত ধরে বিশ্ব ফুটবলের নিজেদের হৃত গৌরব ফিরিয়ে আনতে চায় ব্রাজিল। সেই কাজের শুরুতেই আঞ্চেলোত্তির(Carlo Ancelotti) দল থেকে বাদ পড়লেন নেমার।

তবে কী আর সেলেকাওদের জার্সিতে দেখা যাবে না একসময়ের ওয়ান্ডার কিডকে। না ব্যাপারটা কিন্তু তেমন নয়। নেমারকে(Neymar) প্রাথমিক দলে না রাখার পিছনে কী কারণ সেটাও স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন ব্রাজিলের এই নতুন ইতালিয়ান কোচ। একইসঙ্গে নেমার যে আঞ্চেলোত্তির(Carlo Ancelotti) পরিকল্পনাতেও রয়েছেন সেই কথাও বেশ স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন এই তারকা কোচ।

এই মুহূর্তে যোগ্যতা অর্জন পর্বের মঞ্চে চার নম্বরে রয়েছে ব্রাজিল। সেখান থেকেই দলকে টেনে তোলার লক্ষ্যে এবার এসেছেন আঞ্চেলোত্তি। সেখানেই তাঁর দেল নেই নেমার। তাঁর সঙ্গে কথা বলেই যে আঞ্চেলোত্তি এমন সিদ্ধান্ত নিয়েছেন তাও পরিস্কার করে দিয়েছেন ব্রাজিলের নতুন কোচ। নেমার স্যান্টোজে ফিরলেও, হাঁটুর চোটের কারণে বেশ কয়েকদিনের জন্য মাঠের বাইরে ছিলেন। এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে নামেননি। তাঁর পরিস্থিতির কথা বিচার করেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন আঞ্চেলোত্তি।

নেমারের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন কার্লো। তাঁর এই প্রস্তাবে যে নেমার রাজি, তাও জানিয়ে দিয়েছেন আঞ্চেলোত্তি। তাঁর ভবিষ্যৎ পরিকল্পনাতে রয়েছেন নেমার। তবে শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার। বিশ্ব ফুটবল মহলে কিন্তু একটা গুঞ্জন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version