৪ মিনিটের মাথায় মাইক বন্ধ কেন? নীতি আয়োগের বৈঠক নিয়ে প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যে এসে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতির প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। এর পাল্টা বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মোদিকে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, নীতি অয়োগের বৈঠকে ডেকে তাঁকে বলতে দেওয়া হয়না। আগের বার যেভাবে বৈঠকে বলার সময় চার মিনিটের মধ্যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল তা বাংলার অপমান- মত মুখ্যমন্ত্রীর।

এদিন, নীতি অয়োগে তাঁর অনুপস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর তোলা অভিযোগের জবাবে দেন মুখ্যমন্ত্রী। বলেন, “গতবার ৪ মিনিটের মাথায় আমার মাইক বন্ধ করে দেওয়া হল কেন? এটা বাংলার অসম্মান নয়? আপনি যদি বলতেই দেবেন না তাহলে কেন যাব? আমাদের কথা বলতে না দিলে কেন যাব? আমরা কথা বলতে যেতে চাই। সম্মান না দিলে কোনও সহযোগিতা করব না।”

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) প্রশ্ন তোলেন, আমাদের কথা না বলতে পারলে ওখানে কি করতে যাব? মুখ দেখাতে আর লাঞ্চ খেতে? আমি তো লাঞ্চও খাইনা। এটা অসম্মান নয়? আমরা সব সহ্য করতে পারি কিন্তু অপমান সহ্য করবি না। কর্ণাটক কেরালার মুখ্যমন্ত্রীও যাননি। সেটা একবারও বলছেন না কেন?” প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ”আপনি প্রধানমন্ত্রী হয়ে বিদেশে ঘুরে বেড়ান। আরেকজনকে অক্টিং প্রাইম মিনিস্টার করে রেখেছেন। যিনি কোনও নিয়ম মানেন না।”
আরও খবরক্ষমতা থাকলে আগামিকালই বাংলায় নির্বাচন করুন : মোদিকে চ্যালেঞ্জ মমতার

এর পরেই যোজনা কমিশনন তুলে দেওয়ার বিষয় নিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “কেন আপনি নেতাজি সুভাষ বসুর যোজনা কমিশন তুলে দিলেন? আপনি নেতাজি, গান্ধী, আম্বেদকরের নাম ভুলে গেলেন? গতবার ৪ মিনিটের মাথায় আমার মাইক বন্ধ করে দেওয়া হল কেন? এটা বাংলার অসম্মান নয়? আপনি যদি বলতেই দেবেন না তাহলে কেন যাব? আমাদের কথা বলতে না দিলে কেন যাব? আমরা কথা বলতে যেতে চাই। সম্মান না দিলে কোনও সহযোগিতা করব না।”

spot_img

Related articles

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল,...

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

দুর্গাপুজোয় ঘরে ফেরায় অসুর বিমানভাড়া!

দুর্গাপুজো (Durga Pujo) মানেই বাঙালির আবেগ, ঘরে ফেরার টান। আবার অনেকে বাইরে থেকে কলকাতার (Kolkata) দুর্গাপুজো দেখতেও আসেন।...

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার (Factory) জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের। ওই জমির ৩৫৫ একর আনুষ্ঠানিক ভাবে...