রাজ্যে এসে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতির প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। এর পাল্টা বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মোদিকে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, নীতি অয়োগের বৈঠকে ডেকে তাঁকে বলতে দেওয়া হয়না। আগের বার যেভাবে বৈঠকে বলার সময় চার মিনিটের মধ্যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল তা বাংলার অপমান- মত মুখ্যমন্ত্রীর।
এদিন, নীতি অয়োগে তাঁর অনুপস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর তোলা অভিযোগের জবাবে দেন মুখ্যমন্ত্রী। বলেন, “গতবার ৪ মিনিটের মাথায় আমার মাইক বন্ধ করে দেওয়া হল কেন? এটা বাংলার অসম্মান নয়? আপনি যদি বলতেই দেবেন না তাহলে কেন যাব? আমাদের কথা বলতে না দিলে কেন যাব? আমরা কথা বলতে যেতে চাই। সম্মান না দিলে কোনও সহযোগিতা করব না।”
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) প্রশ্ন তোলেন, আমাদের কথা না বলতে পারলে ওখানে কি করতে যাব? মুখ দেখাতে আর লাঞ্চ খেতে? আমি তো লাঞ্চও খাইনা। এটা অসম্মান নয়? আমরা সব সহ্য করতে পারি কিন্তু অপমান সহ্য করবি না। কর্ণাটক কেরালার মুখ্যমন্ত্রীও যাননি। সেটা একবারও বলছেন না কেন?” প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ”আপনি প্রধানমন্ত্রী হয়ে বিদেশে ঘুরে বেড়ান। আরেকজনকে অক্টিং প্রাইম মিনিস্টার করে রেখেছেন। যিনি কোনও নিয়ম মানেন না।”
আরও খবর: ক্ষমতা থাকলে আগামিকালই বাংলায় নির্বাচন করুন : মোদিকে চ্যালেঞ্জ মমতার
এর পরেই যোজনা কমিশনন তুলে দেওয়ার বিষয় নিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “কেন আপনি নেতাজি সুভাষ বসুর যোজনা কমিশন তুলে দিলেন? আপনি নেতাজি, গান্ধী, আম্বেদকরের নাম ভুলে গেলেন? গতবার ৪ মিনিটের মাথায় আমার মাইক বন্ধ করে দেওয়া হল কেন? এটা বাংলার অসম্মান নয়? আপনি যদি বলতেই দেবেন না তাহলে কেন যাব? আমাদের কথা বলতে না দিলে কেন যাব? আমরা কথা বলতে যেতে চাই। সম্মান না দিলে কোনও সহযোগিতা করব না।”
–
–
–
–
–
–
–
–
–
–