Tuesday, August 26, 2025

আইজির কলমে আইটেম সং! উর্দিধারী অফিসারের লেখা গানে সুনিধির কণ্ঠ

Date:

সমাজ রক্ষকের ভূমিকায় কর্তব্যে অবিচল তিনি। চাকরি জীবনে কখনও সামলেছেন অশান্ত জঙ্গলমহল আবার কখনও কলকাতার কঠিন ক্রাইম পরিস্থিতি। কিন্তু পুলিশের পোশাকের আড়ালে বজ্জায় মজ্জায় মিশে আছে সংগীতের প্রতি অনুরাগ। বছর তিরিশ ধরে গান লেখার অভ্যাসে পটু আইজি (IG ) পদমর্যাদার পুলিশ কর্তা মুরলিধর শর্মা (Murlidhar Sharma) এবার লিখে ফেলেছেন বাংলা সিনেমার আইটেম গান (Item song of bengali movie)। ‘ডিজে পে মস্ত কোয়ি গানা বাজা…যব তক ইয়ে শ্বাস চলে শোর মাচা’ এখন সোশ্যাল মিডিয়ায় নয়া ট্রেন্ডিং। গানের গলা সুনিধি চৌহানের (Sunidhi Chauhan)।

পুলিশ মানেই স্বভাবে অত্যন্ত কড়া, সারাদিন চোর -ডাকাত – ক্রিমিনাল ধরার বাইরে তাঁদের যে নিজস্ব কিছু ভালো লাগা সুপ্ত হয়ে থেকে যায় সে কথা কেউ জানতে পারে না। ২০০৫ ব‍্যাচের আইপিএস অফিসার মুরলিধর শর্মা বর্তমানে আইজি পদমর্যাদার অফিসার। পেশাগত জীবনে দীর্ঘ সময় কখনও কলকাতা পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার, আবার কখনও জয়েন্ট সিপি ক্রাইম বা কখনও অতিরিক্ত পুলিশ কমিশনার পদে থেকেছেন।দায়িত্ব সামলেছেন বীরভূমের পুলিশ সুপারের পদেও। এরকম এক ব্যক্তিত্বের কলমে বাংলা ছবির আইটেম সং জন্ম নিয়েছে ভাবতে গেলেও দুবার থমকে যেতে হয়। IG জানিয়েছেন, প্রায় ৩০ বছর আগে থেকেই লেখা শুরু। গজল বরাবরের প্রিয়। কিন্তু হঠাৎ বাংলা সিনেমার আইটেম সং লিখতে গেলেন কেন? মুরলিধরের উত্তর, “সঙ্গীত পরিচালক রানা মজুমদার আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমাকে অনুরোধ করেন যে, তারা একটি বাংলা ছবির জন্য একটি হিন্দি গান চান। প্রথমে আমি একটু দ্বিধাবোধ করে ছিলাম। কারণ এই ব্যাপারে অভিজ্ঞতা ছিল না। কিছু লাইন লিখে পাঠালাম, তিনি ( রানা) সেটা পছন্দ করলেন। তারপর বাকি গান লেখা হল।” জানা গেছে গানে সুর দিয়েছেন নাকি গায়িকা সুনিধি স্বয়ং, কণ্ঠ অবশ্য তাঁরই। অভিরূপ ঘোষ পরিচালিত ‘মৃগয়া দ‍্য হান্ট’ ছবির সেই গান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে রাজত্ব করছে। এ ছবির চিত্রনাট্য লিখেছেন মানিকতলা থানার বর্তমান ওসি। টিজার আর ট্রেলার দেখে বোঝাই গেছে এ ছবি পুলিশের কথা বলবে। তবে নেপথ্যে গান গল্পে সত্যিকারের পুলিশের ভূমিকা বেশ চমকে দেওয়ার মতো।

 

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version