কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কবে থেকে শুরু হবে সিএফএল প্রিমিয়ার লিগ তা নিয়ে কোনও কিছু জানানো হয়নি। কিন্তু মোহনবাগান(Mohunbagan) আগামী মাস থেকেই প্রস্তুতিতে নেমে পড়তে চলেছে। আগামী ১৬ জুন যুবভারতীর অনুশীলন গ্রাউন্ডে প্রস্তুতিতে নেমে পড়বে সবুজ-মেরুন ব্রিগেড। কলকাতা লিগেও মোহনবাগানের(Mohunbagan) রিজার্ভ দলই খেলতে চলেছে এবারও।
এই মুহূর্তে নিজেদের মাঠে প্রস্তুতি সারা সম্ভব হচ্ছে না মোহনবাহানের। কারণ মাঠের মেরামতি চলছে। সেই কারণে যুবভারতীর অনুশীলন গ্রাউন্ডেই প্রস্তুতি সারতে হবে সবুজ-মরুন ব্রিগেডকে। আগামী ১৬ জুন থেকেই সেই প্রস্তুতিতে নামতে চলেছে মোহনবাগান ব্রিগেড। গতবারের কলকাতা লিগে খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারেনি সবুজ-মেরুনরা। এবার ভালো কিছু করাই তাদের লক্ষ্য।
এই ম্যাচেও মোহনবাগানের কোচের দায়িত্বে থাকবেন ডেগি কার্ডোজো। সেইভাবেই পরিকল্পনাও হয়ে গিয়েছে সবুজ-মেরুন ব্রিগেডের। কয়েকদিন আগেই সিএফএল(CFL) প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ বিন্যাস হয়ে গিয়েছে। সেখানে এক গ্রুপেই রয়েছে এববার মোহনবাগান ও ইস্টবেঙ্গল(Eastbengal)। শেষ মরসুমেও আইএসএলের ডার্বিতে জিতেছিল মোহনবাগান।
এবার সিএফএলের প্রিমিয়ার ডিভিশনেও ডার্বি জিততে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড।
–
–
–
–
–
–
–
–
–
–
–