Sunday, August 24, 2025

বঙ্গে ঢুকল বর্ষা! সময়ের আগে উত্তরে বৃষ্টির মরশুম, দক্ষিণে নিম্নচাপ

Date:

উত্তরবঙ্গে (North Bengal) বর্ষার বৃষ্টি, দক্ষিণবঙ্গে (South Bengal) নিম্নচাপের দুর্যোগ।ফুঁসছে সমুদ্র, বৃষ্টি আর অমাবস্যার কোটালে জেরে চিন্তায় সুন্দরবন। উপকূলবর্তী এলাকায় বাড়তি সতর্কতা রাজ্য প্রশাসনের। আগামী দুদিন মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গে ঢুকে পড়েছে মৌসুমি বায়ু। নিম্নচাপের কারণে শুক্রবারও ভারী (Rain) বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) তরফে কলকাতায় আজ আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি। দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে।

জুন মাসের প্রথম সপ্তাহের পরিবর্তে মে মাসের শেষেই বর্ষার আগমন বঙ্গে। উত্তরের পাঁচ জেলাতে আজ থেকে বৃষ্টির বেগ বাড়বে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে শনিবার পর্যন্ত টানা ঝড়বৃষ্টি চলবে। দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে রবিবারও। IMD জানাচ্ছে, নিম্নচাপ অনেকটা দুর্বল হয়ে আপাতত মেঘালয় লাগোয়া হিমালয়ে অবস্থান করছে। এর জেরে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, অসম, মেঘালয়ে ভারী বৃষ্টি। বিক্ষিপ্ত বৃষ্টির মাঝে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ শুক্রবার দুপুরের পর থেকে পরিষ্কার হতে শুরু করবে।তবে এখনই গরম কমছে না, সারাদিন ধরেই গুমোট আর্দ্র অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বলে মনে করছেন আবহবিদরা।

Related articles

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...
Exit mobile version