Sunday, November 9, 2025

মেডিক্যালে পোস্টিং বিতর্কে আদালতের দ্বারস্থ দেবাশিস-আসফাকুল্লারা, জুনে শুনানির সম্ভাবনা

Date:

স্বাস্থ্য ভবনের (Swasthya Bhawan) নির্দেশ না মেনে, নিজেদের বদলি আটকাতে এবার আদালতের দ্বারস্থ হলেন WBJDF এর দুই সদস্য দেবাশিস হালদার এবং আসফাকুল্লা নাইয়া (Debashis Halder and Asfaqulla Naiya)। নিয়ম বহির্ভূতভাবে অনেক দূরের এলাকাতে পোস্টিং করা হচ্ছে এই অভিযোগ তুলে তাঁরা মামলা করতে চাইলে শুক্রবার সেই অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ৫ জুন (বৃহস্পতিবার) মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

একদিকে আরজি কর আন্দোলনের নামে দীর্ঘদিন কর্মবিরতি করে ডিউটি থেকে দূরে সরে থেকেছেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। এখন আবার পোস্টিংকে নয়া ইস্যু তৈরি করে গত কয়েকদিন ধরে কাজের ফাঁকি দিয়ে চলেছেন তাঁরা। গত মঙ্গলবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের নয়া নোটিসে সিনিয়র রেসিডেন্টদের ‘নিয়মমাফিক’ বন্ড পোস্টিংয়ের ঘোষণা হয়েছে। সেইমতো সব ডাক্তাররা নিজেদের কাজে লেগে পড়েছেন কিন্তু ব্যতিক্রমী দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়া, অনিকেত মাহাতো। বুধবার প্রথমেই এনারা বসে পড়লেন স্বাস্থ্য ভবনের সামনে। তাঁদের কাজে যোগ দেওয়ার কথা বলা হলে জুনিয়ার ডাক্তার দেবাশিস অদ্ভুত যুক্তি দিয়ে বলেন, “আমাদের লোকেরা রয়েছে। তাঁদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।” এরপর শুক্রবার তাঁদের আইনজীবী আদালতে মামলা দায়েরের অনুমতি চাইলে বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় সেই অনুমতি দিয়েছেন। আদালতের গ্রীষ্মকালীন ছুটির মাঝে আগামী সপ্তাহের বিশেষ অধিবেশনে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, মানুষের সেবা করার শপথ নিয়েছেন যে ডাক্তাররা, শহর ছেড়ে অন্যত্র পরিষেবা দিতে তাঁদের অসুবিধা কোথায়? তিন অতিবাম চিকিৎসকের মানসিকতায় ধিক্কার সমাজের নানা স্তরে।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version