Friday, August 22, 2025

প্রধানমন্ত্রীর সফরে ব্রাত্য, শাহ-সাক্ষাতেও ডাক নেই: না ডাকলে যাই না, ব্যাখ্য়া দিলীপের

Date:

যখন রাজ্য সভাপতি ছিলেন তখন তিনিই সামনে থেকে স্বাগত জানাতেন। পদও নেই, দিলীপ ঘোষের (Dilip Ghosh) সম্মানও নেই – কার্যত বঙ্গ বিজেপি সেই ছবিই তুলে ধরতে চেয়েছেন মোদি-শাহ সফরে। যেখানে বঙ্গ বিজেপি প্রধানমন্ত্রীর সফর দিয়ে ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রচার শুরুর পরিকল্পনা নিচ্ছে, সেখানে বাদ থাকছেন এই রাজ্যে বিজেপির সবথেকে সফল নেতাই। গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে যদিও অভিমানী দিলীপের দাবি, প্রয়োজন হয় না তাই বড় নেতাদের কাছে যান না, সংগঠনের কাজ করেন।

গত প্রায় এক সপ্তাহ ধরে বঙ্গ বিজেপিতে সাজো সাজো রব নরেন্দ্র মোদি (Narendra Modi) ও অমিত শাহর (Amit Shah) সফর ঘিরে। আর এসব থেকে শত যোজন দূরে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপি নেতৃত্ব তাঁকে রাজ্যের সবথেকে সফল রাজ্য সভাপতি মানলেও তাঁর নামে কুৎসা বা অপপ্রচারের জন্যই হোক, বা অন্য কোনও কারণে, দিলীপকে আর গুরুত্ব দিতে নারাজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তা প্রমাণিত হল মোদি ও শাহর সফরে দিলীপকে আমন্ত্রণ না জানানোয়। তাতে অভিমান হলেও প্রকাশ করতে নারাজ দিলীপের (Dilip Ghosh) বক্তব্য, বড় নেতারা না ডাকলে আমি যাই না, তাঁদের মান সম্মানের ব্যাপার থাকে। তাঁরা যাদের ডাকেন তাঁরা যান। আমার প্রয়োজন হয় না। আমি সংগঠনের কাজ করি নিজে। যখন প্রয়োজন হয় তাঁরাই ডাকেন। কী করতে হবে তাঁরা বলেন। সেটা আমরা পালন করি মাত্র।

এই সব সফরে যে পুরোনো দিনের কথাও মনে পড়ে দিলীপ ঘোষের, তাও তাঁর বার্তায় স্পষ্ট। তিনি বলেন, যখন প্রেসিডেন্ট ছিলেন যেতাম, স্বাগত করতাম ওনার সঙ্গে থাকতাম। এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন। আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকব।

তবে বিজেপির যে অংশ দিলীপ ঘোষের ব্রাত্য হয়ে থাকা নিয়ে গোপণে মজা লুটছেন, তাঁদের জন্যও বার্তা দেন দিলীপ। তিনি বলেন, রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে নেতার পিছনে পিছনে ঘোরা। কারণে অকারণে ১০০ ২০০ লোক দাঁড়িয়ে থাকে সারাদিন, দেখাও করে না কিছু না। এটা একটা কালচার হয়ে গিয়েছে। যে বৈঠকে, যে অনুষ্ঠানে যেতে বলা হয়, কর্মীরা সেখানেই যায়। কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টিই ঠিক করে। এটাকে আমরা শৃঙ্খলা বলি।

শনিবার রাতে কলকাতা পৌঁছাবেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার রাত ৯.২৫-এ কলকাতা বিমান বন্দরে তাঁর বিমান অবতরণ করবে। রবিবার কলকাতার বিলাসবহুল হোটেল থেকেই দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন ও নেতাজী ইন্ডোরে কর্মী সম্মেলনে যোগ দেবেন। রবিবার রাতেই তিনি ফিরে যাবেন দিল্লি। তাঁর এবারের সফর মূলত কলকাতা নির্ভর হলেও তা নিয়ে ব্যস্ত গোটা রাজ্যের নেতারা। ব্যস্ততা থেকে অনেক দূরেই রয়ে গেলেন এবার দিলীপ ঘোষ।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version