Friday, August 22, 2025

বেনিয়মে কোনও রেয়াত নয়। প্রশাসনের কাজে বাধা যাঁরা দেবেন তাঁদের বিরুদ্ধেই কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। পুলিশের নির্দেশে থানায় হাজিরা না দিয়েও রেহাই মিলল না। ফের ২৪ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হল বোলপুর (Bolpur) পুলিশের তরফে।

বোলপুর থানার আইসিকে কুকথার ঘটনা প্রকাশ্যে আসতেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্ত শুরু করে বীরভূম পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৭৫ (যৌন হয়রানি), ১৩২ (সরকারি কর্মীকে হুমকি), ২২৪ (সরকারি কর্মীকে মারার হুমকি), ৩৫১ (অপরাধমূলক ভয় দেখানো) অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই মামলার সাপেক্ষে শনিবার বেলা ১১টায় বোলপুর এসডিপিও (SDPO) অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয় অনুব্রতকে।

তবে শনিবার হাজিরা এড়িয়েছেন অনুব্রত। তাঁর হয়ে তাঁর আইনজীবীরা এসডিপিও (SDPO) অফিসে হাজিরা দেন শনিবার। এবং আইনজীবীরা জানান, তিনি সময় চান। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তিনি হাজিরা দেবেন থানায়। সেক্ষেত্রে সোমবার সকালে হাজিরা দেওয়ার আবেদন জানান তিনি।

অনুব্রতর আবেদন পত্রপাঠ নাকচ করে দিয়েছে বোলপুর থানা। আইনজীবীরা পৌঁছাতেই পুলিশের তরফ থেকে জানানো হয়, সোমবার পর্যন্ত তাঁকে সময় দেওয়া হবে না। রবিবার ফের ১১টায় অনুব্রতকে (Anubrata Mondal) তলব করা হয়। সেক্ষেত্রে অনুব্রতর গ্রেফতারির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে দাবি বীরভূমের রাজনীতিকদের। সোমবার আগাম জামিনের আবেদন করার পন্থা নিয়েছিলেন অনুব্রত, এমনটাও মনে করা হচ্ছে। সেই জন্যই সোমবার পর্যন্ত হাজিরার সময় বাড়ানোর আবেদন করেছিলেন তিনি।

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version